উলুবেড়িয়ায় সিপিআইএম প্রার্থীর মনোনয়ন বিকৃতি মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ফের পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। সঙ্গে এই মামলায় চূড়ান্ত রায় দেওয়ার আগে মহকুমা শাসকের বক্তব্য শুনতে নির্দেশ দিয়েছে তারা।
উলুবেড়িয়া মনোনয়ন বিকৃতি মামলায় স্থানীয় বিডিও ও মহকুমা শাসককে সাসপেন্ড করতে রাজ্য সরকারকে সুপারিশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্চ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন মহকুমাশাসক শমীক ঘোষ। মামলার শুনানিতে শমীকবাবুর আইনজীবী বলেন, এই মামলায় নির্দেশ দেওয়ার আগে তাঁর মক্কেলের বক্তব্য শোনা হয়নি। যদিও এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে ডিভিশন বেঞ্চ। মামলাটির বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই শুনানি হবে বলে জানান তাঁরা। তবে এই মামলায় মহকুমাশাসকের বক্তব্য শুনতে হবে বলে সিঙ্গল বেঞ্চকে পরামর্শ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী কাশ্মীরা বেগমের মনোনয়ন বিকৃত করার অভিযোগ ওঠে বিডিও নীলাদ্রি দে, মহকুমাশাসক শমীক ঘোষ ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের এক কর্মীর বিরুদ্ধে। ৩ জনকেই সাসপেন্ড করার নির্দেশ দেন বিচারপতি সিনহা।