উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতে ২ সিপিএম প্রার্থীর মনোনয়নের নথি বিকৃতির মামলায় বিডিও ও মহকুমাশাসককে সাসপেন্ডের সুপারিশ করল আদালত গঠিত বিচারপতি দেবীপ্রসাদ দের কমিটি। এই মামলায় এক সদস্যের কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।
রিপোর্টে বিচারপতি দে উল্লেখ করেছেন, মনোনয়ন পত্র বিকৃতির যে অভিযোগ উঠেছে তাতে স্থানীয় বিডিও নীলাদ্রি দে ও মহকুমাশাসক শমীককুমার ঘোষ যুক্ত। এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কর্মী কৃপাসিন্ধু সামই। তাঁদের সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করেছেন বিচারপতি দে। তিনি আরও উল্লেখ করেছেন, তৃণমূল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দিতায় জেতাতে তারা এই কাজ করেছেন। বহিরা ১ গ্রাম পঞ্চায়েতের ওই আসনকে শূন্য বলে ঘোষণা করতে হবে। এবং রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে ওই আসনে ফের নির্বাচন করাতে হবে রাজ্য সরকারকে।
বলে রাখি, উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা ১ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী কাশ্মীরা বেগম খান অভিযোগ করেন, তিনি মনোনয়ন পেশের সময় জমা দেওয়া নথির তালিকা সঠিকভাবে পূরণ করে জমা দিয়েছিলেন। কিন্তু পরে সেটি বিকৃত করা হয়। তিনি যে জাতি প্রমাণপত্র জমা দিয়েছিলেন তা মনোনয়ন পত্রের নির্দিষ্ট স্থানে উল্লেখ থাকলেও পরে তা কেটে দেওয়া হয়। এর জেরে তাঁর মনোনয়ন বাতিল হয়। এই মামলায় এক সদস্যের কমিটি গড়ে অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।