৭ অক্টোবর শনিবার ওয়েস্ট বেঙ্গল নিট পিজি ২০২৩ (স্ট্রে রাউন্ড) আসন বিন্যাসের ফলাফল প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি এই ফলাফল প্রকাশ করছে। ওয়েস্ট বেঙ্গল নিট পিজি স্ট্রে রাউন্ড wbncc.nic.in এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন।
৯ অক্টোবর ও ১০ অক্টোবর তাদের কলেজে রিপোর্ট করতে পারবেন প্রার্থীরা। আসল নথি পত্র দেখিয়ে তারা সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট কলেজ ফি, বন্ডের জন্য নির্দিষ্ট টাকা জমা দিতে হবে। মূলত যারা এখনও ভর্তি হননি তাঁদের জন্য এই সুযোগ।
গত ৩০ সেপ্টেম্বর WBMCC ওয়েস্ট বেঙ্গল NEET PG Stray Vaccancy Cycle প্রকাশ করে। মূলত যারা আগে যে কাউন্সেলিং হয়েছিল সেখানে সুযোগ পাননি তাঁদের জন্য এবার বিশেষ সুযোগ। সেক্ষেত্রে কোন ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন তার তালিকা প্রকাশ করা হল এবার।
এবার জেনে নিন কোন ইনস্টিটিউটে আপনি সুযোগ পাচ্ছেন সেটা জানবেন কীভাবে?
প্রথমে আপনাকে wbncc.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
হোম পেজ থেকে WB NEET PG 2023 এই আসন বিন্যাসের লিঙ্কে যেতে পারবেন।
প্রয়োজনীয় লগ ইনের জন্য একটা নতুন পেজ খুলে যাবে।
এরপর সাবমিটের জায়গায় ক্লিক করলে ফলাফলটা দেখতে পাবেন।
ফলাফলটা দেখে নিয়ে সেটা সেভ করে রাখতে পারেন।
প্রয়োজন মনে করলে একটা প্রিন্ট আউট বের করে নিতে পারেন।
যে সমস্ত নথিগুলি এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সেগুলি হল, ভেরিফায়েড স্লিপ লাগবে। অ্যালটমেন্ট লেটার লাগবে।
৪টে পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
নিট পিজি ২০২৩ অথবা নিট এমডিএস ২০২৩ এর অ্যাডমিট কার্ড ও Rank Card লাগবে।
এমবিবিএস, বিডিএসের ডিগ্রি সার্টিফিকেট লাগবে।
স্থায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে।
বাসস্থানের সার্টিফিকেট লাগবে।
বিশেষভাবে সক্ষম হলে সেই সার্টিফিকেট লাগবে।
তবে যাতে পিজির কোনও সিট ফাঁকা না থাকে তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।