এবারের কালীপুজোয় যাতে শব্দবাজি বর্জন করা যায় তার জন্য নানা উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ। নানাভাবে এই সচেনতা বার্তাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য সরকার।
এবার রাজ্য পুলিশ সোশ্য়াল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে সচেতন করার চেষ্টা করেছে। সেখানে শাহরুখের খানের গানের একটি দৃশ্যকে হাজির করা হয়েছে। প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ফারাক টানার চেষ্টা করা হয়েছে। একটি দৃশ্য়ে দেখানো হচ্ছে , বেশ খুশিতে মেতে ছুটছেন শাহরুখ। ব্যাকগ্রাউন্ডে বাজছে কভি খুশি কভি গম। আচমকাই দৃশ্যপট বদলে যায়। দেখা যায় হেঁটে আসছেন শাহরুখ। হাতে একটা ব্যাটন। চারদিকে ধোঁয়ায় ধুলোয় ভর্তি। লেখা হয়েছে আগের দৃশ্যটা হল প্রত্যাশিত আর পরেরটা বাস্তব। দেখে নিন সেই ভিডিয়ো।
অর্থাৎ আমরা দেওয়ালি চাই একরকম আর হয়ে যায় আর এক। এবার আপনি কোনটা বাস্তবে চান সেটাই দেখার।
তবে এখানেই শেষ নয়। এবার কলকাতা পুলিশ শব্দ বাজি বর্জনের জন্য এক্স হ্যান্ডেলে লিখেছিল,দীপাবলি আলোরই হোক। অসুখ বিসুখ শব্দে বাড়ে। শব্দে করে ভয়।…সেখানে দেখানো হয়েছিল কীভাবে দেওয়ালিতে শব্দবাজি ফোটানো হলে সাধারণ মানুষের পাশাপাশি জীবজন্তুরাও সমস্যায় পড়ে যায়।
এদিকে এবার শব্দ বাজিকে দূরে রাখা রাজ্য পুলিশ , কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। এদিন কলকাতার একাধিক হাই রাইজ বিল্ডিংয়ের উপর থেকে গোটা শহরের উপর নজর রাখতে শুরু করে কলকাতা পুলিশ। কোথাও বেশি বাজি ফাটানো হচ্ছে কি না সেটা উপর থেকে যাচাই করে সংশ্লিষ্ট থানা এলাকাকে সতর্ক করা হয়।
তবে পুলিশের এত আবেদন করা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গায় শব্দ বাজি ফাটার আওয়াজ শুনতে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় গভীর রাতেও বাজি ফেটেছে। কার্যত পুলিশের নির্দেশকে উপেক্ষা করে চলে এই শব্দবাজি ফাটানো। তবে পুলিশ বিভিন্ন জায়গায় ধরপাকড়ও করে। বিভিন্ন পাড়ায় গভীর রাত পর্যন্ত টহল দেয় পুলিশের গাড়ি। কোথাও তারস্বরে বাজি ফাটছে কি না সেটা দেখে পুলিশ।