মুর্শিদাবাদে রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জটিলতা অব্যহত। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে দ্রুত সেই জট কাটতে চলেছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রানিনগরের স্থায়ী সমিতির নির্বাচন কবে করা সম্ভব রাজ্যের কাছে তা জানতে চেয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে, এদিন আদালতে মামলাকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিকে পুলিশ রিপোর্ট দেখাতে চান রাজ্যের আইনজীবী। তবে সেই রিপোর্টকে ‘বানানো রিপোর্ট’ বলে কটাক্ষ করেন বিচারপতি।
আরও পড়ুন: রানিনগর পঞ্চায়েত সমিতির সভাপতিকে TMC-তে যোগ দিতে চাপ দেওয়ার অভিযোগ OC-র বিরুদ্ধে
এদিন মামলার শুনানিতে কংগ্রেসের তরফে আবেদন করা হয়, স্থায়ী সমিতির নির্বাচনের জন্য নতুন করে দিন ঠিক করা হোক। তাছাড়া, যেসমস্ত সদস্য জেলে বন্দি রয়েছেন তাঁরা জামিন না পেলেও নির্বাচনের দিন যেন তাঁদের পঞ্চায়েত সমিতিতে হাজির করানো হয় সে বিষয়ে আদালতের কাছে আবেদন জানায় কংগ্রেস। একইসঙ্গে, নির্বাচন না হওয়া পর্যন্ত কোনই সদস্যদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা না হয় সেবিষয়েও আদালতের কাছে আবেদন জানায় কংগ্রেস। উল্লেখ্য, রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় কংগ্রেসের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস।
উল্লেখ্য, রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ২৭টি। যার মধ্যে ১৩ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বাকি ১৪ টি আসনে জয়ী হয়েছিল বাম কংগ্রেস। তবে বোর্ড গঠনের দুদিন আগেই দুজন সদস্য তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়,তাঁদের তাদের ভয় দেখানো হয়েছে। এরপর বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রানিনগর থানায় ভাঙচুরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় কংগ্রেসের কুদ্দুস আলি সহ মোট ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এর পরে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। এই পরিস্থিতিতে গত ১১ তারিখ বোর্ড গঠনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আর এবার নির্বাচন করানোর বিষয়ে রাজ্যের মতামত চাইল হাইকোর্ট। এদিন আদলতে সরকারি আইনজীবী বিচারপতিকে বলেন, ‘দেখুন মামলাকারীরা কী করেছিল? তার পুলিশ রিপোর্ট রয়েছে।’ তখন বিচারপতি বলেন, ‘ওই সব রিপোর্ট বানানো যায়।’