সিভি আনন্দ বোস। বাংলার নতুন রাজ্যপাল। তাঁর পদবির সঙ্গে অদ্ভূত মিল বীর সংগ্রামী প্রণম্য সুভাষ চন্দ্র বোসের। সূত্রের খবর, নেতাজির আদর্শে চলেছেন তাঁর বাবা। এবার শপথগ্রহণ করে ধর্মতলায় নেতাজির মূর্তিতে মালা দিলেন নতুন রাজ্যপাল। তারপরই বাংলার নতুন রাজ্যপাল তুলে ধরলেন নেতাজির আদর্শের কথা।
নেতাজির মূর্তিতে মালা দিয়ে তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, নেতাজিই অনুপ্রেরণা। তিনি রোল মডেল। তাঁকেই অনুসরণ করা দরকার। আমরা তাঁর কাছ থেকেই অনুপ্রেরণা পাই। এরপরই তিনি হাত তুলে স্লোগান দেন, জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত।
এদিকে রাজ্যপাল বাংলা শিখছেন বলেও চর্চা শুরু হয়েছে। এনিয়ে তিনি হেসে ইতিবাচক উত্তর দিয়েছেন। তবে তিনি এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন নেতাজির আদর্শেই তিনি চলবেন।নেতাজিই তাঁর রোল মডেল। তবে এদিন বিতর্কিত প্রশ্ন এড়িয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তবে অভিজ্ঞ মহলের মতে, বাংলায় অবশ্য বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়। তৃণমূলের সভা থেকে সরকারি কর্মসূচি সর্বক্ষেত্রেই লেখা থাকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই অনুপ্রেরণা। তবে রাজ্য়পাল অবশ্য় অনুপ্রেরণা হিসাবে উল্লেখ করেন নেতাজির নাম। অনেকের মতে, রাজ্যপালের চেয়ারে বসে নেতাজির নাম উল্লেখ করে তিনি প্রথম দিনই মন জয় করে ফেললেন বঙ্গবাসী অনেকের। নেতাজির নির্ভীকতা, আদর্শকে এখনও চলার পথে আদর্শ হিসাবে মেনে চলেন বাংলার অনেকেই।