আজই প্রকাশ হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। পাশাপাশি ঘোষণা করা হয়েছে মাধ্যমিকের আগামী বছরের পরীক্ষার ফল। এরই মাঝে আজকেই জানিয়ে দেওয়া হল যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে আগামী ১০ জুন। জানানো হয়েছে, আগামী ১০ জুন সকাল ১১টা নাগাদ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। মাধ্যমিকের মতোই আনুষ্ঠানিক ঘোষণার কিছুক্ষণ পর থেকে ওয়েবসাইটে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফএ জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।
কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল (WB Class X Results 2022)জানতে পারবেন?
১) wbchse.nic.in
২)wbresults.nic.in
৩) হিন্দুস্তান টাইমস বাংলা (bangla.hindustantimes.com)
১০ জুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করবেন আনুষ্ঠানিক ভাবে। সংবাদ সম্মেলন করে মেধা তালিকা প্রকাশ করবেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটে নিজের তথ্য দিয়ে দেখা যাবে ফল।
উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। সংসদের তথ্য অনুযায়ী, ৪৪ দিনের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল। করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে এবার রাজ্যে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টারে’ হয়েছে।