বিদেশি অতিথি আসছে। তাঁর সামনে ভারতের গরীবি পাছে প্রকাশ না হয় যায়, সেই জন্য সচেষ্ট গুজরাত সরকার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যাত্রাপথে যে ঝুপড়ি পড়ছে, সেখানে রাতারাতি একটি দেওয়াল খাড়া করা হচ্ছে, যাতে বস্তিটি অতিথির গোচরে না আসে।
চলতি মাসের ২৪-২৫ তারিখ ভারতে আসবেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। আমদাবাদ এয়ারপোর্ট থেকে ইন্দিরা ব্রিজ যাওয়ার পথে একটি ঝুপড়ি পড়ে, যেখানে এখন যুদ্ধকালীন তত্পরতায় কাজ চলছে। শহরের মেয়র বিজল প্যাটেল অবশ্য দাবি করছেন, তিনি কিছুই জানেন না।
এদিকে ট্রাম্পের সফর ঘিরে সাজো সাজো রব। আমদাবাদে কেমছো ট্রাম্প অনুষ্ঠান হবে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে। হাউডি মোদী অনুষ্ঠানেক অনুকরণে এটি হবে। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে ৫০-৭০ লক্ষ মানুষ আসবেন বিমানবন্দর থেকে স্টেডিয়ামের পথে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্যে। অত লোক আসবেন কিনা, তা জানা নেই, তবে ট্রাম্পকে স্বাগত জানাতে যে লাল গালিচা পাতা হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।