বাংলা নিউজ > হাতে গরম > বুধবার থেকে চালু হল চন্দননগর-ফেয়ারলি ফেরি পরিষেবা, স্বস্তিতে নিত্যযাত্রীরা

বুধবার থেকে চালু হল চন্দননগর-ফেয়ারলি ফেরি পরিষেবা, স্বস্তিতে নিত্যযাত্রীরা

চালু হল চন্দননগর-কলকাতা ফেরি পরিষেবা৷ (প্রতীকী ছবি)

প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ছেড়ে ৯.৩০ মিনিটে কলকাতার ফেয়ারলি ঘাটে পৌঁছচ্ছে ফেরি৷

নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরে বুধবার থেকে ফের চালু হল চন্দননগর-কলকাতা ফেরি পরিষেবা৷ প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ছেড়ে ৯.৩০ মিনিটে কলকাতার ফেয়ারলি ঘাটে পৌঁছচ্ছে ফেরি৷

সকাল সাতটায় রওনা দিয়ে ভদ্রেশ্বর, তেলেনিপাড়া, চাঁপদানি, শেওড়াফুলি, বাগবাজার হয়ে ফেয়ারলি পৌঁছতে মোটামুটি আড়াই ঘণ্টা সময় নিচ্ছে ফেরি৷ চন্দননগর থেকে ফেয়ারলি পর্যন্ত ফেরিভাড়া ৬০ টাকা নির্দিষ্ট হয়েছে৷ যাত্রীদের একাংশ মনে করছেন, ভাড়া অতিরিক্ত বাড়ানো হয়েছে৷ 

করোনা সংক্রমণ রোধে জারি করা লকডাউনবিধি ক্রমে শিথিল করছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে গত ৮ জুন থেকে খুলে গিয়েছে সরকারি এবং বেসরকারি বহু অফিস। তবে প্রয়োজনের তুলনায় রাস্তায় গণপরিবহণের উপস্থিতি কম থাকায় নিত্য ভোগান্তির মুখে পড়ছেন অফিসযাত্রীরা। 

নিত্যযাত্রীদের দাবি, বাসে প্রচণ্ড ভিড়ের কারণে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই কিছু বেশি ভাড়া দিয়েও ফেরিযাত্রা তুলনায় বেশি নিরাপদ মনে করছেন অনেকেই।  

বন্ধ করুন