সাধারণ বিনোদনমূলক টিভি চ্যানেলের নথিভুক্তিকরণ প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। গত বৃহস্পতিবার টিভি চ্যানেল আপলিঙ্কিং ও ডাউনলিঙ্কিং শর্তাবলীর নতুন খসড়া নীতি প্রকাশ করেছে মন্ত্রক।
নতুন শর্তাবলী অনুযায়ী, সাধারণ বিনোদনমূলক টিভি চ্যানেলগুলি এবার থেকে লাইভ সম্প্রচারও করতে পারবে। এই সুবিধা পাওয়া যাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ‘ব্রডকাস্ট সেবা’ অনলাইন পোর্টালে নথিভুক্তিকরণের মাধ্যমে।
মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘বিষয়টি সরলীকরণ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। আগে সংবাদ চ্যানেল ছাড়া অন্যান্য টিভি চ্যানেলগুলিকে লাইভ সম্প্রচার করার জন্য মন্ত্রকের থেকে আগাম অনুমোদন নিতে হত। এর মধ্যে পড়ে ধর্মমূলক ও ক্রী চ্যানেলগুলি।’
জটিলতা কাটাতেই এবার থেকে মন্ত্রকের পোর্টালে নথিভুক্তিকরণ প্রক্রিয়া সারলেই প্রয়োজনীয় অনুমোদন মিলবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
এ ছাড়া, বার্ষিক অনুমোদন ফি না বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে খসড়া নীতিতে, জানিয়েছেন মন্ত্রকের আধিকারিক।