বাংলা নিউজ > কর্মখালি > কম্পার্টমেন্ট পরীক্ষার নতুন পরিচিতি ‘সাপ্লিমেন্টারি’ হিসাবে! সিবিএসইর নয়া বিধি একনজরে

কম্পার্টমেন্ট পরীক্ষার নতুন পরিচিতি ‘সাপ্লিমেন্টারি’ হিসাবে! সিবিএসইর নয়া বিধি একনজরে

সিবিএসইর তরফে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা চলতি বছরের জুলাই মাসে হবে বলে জানা গিয়েছে। তবে কোন তারিখে হবে তা জানা যায়নি। নিজের পারফরম্যান্স আরও ভালো করতে হলে দ্বাদশ শ্রেণির সর্বোচ্চ একটি বিষয়ে ও দশম শ্রেণির সর্বোচ্চ ২ টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে কোনও পরীক্ষার্থী।

অন্য গ্যালারিগুলি