সিবিএসইর তরফে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা চলতি বছরের জুলাই মাসে হবে বলে জানা গিয়েছে। তবে কোন তারিখে হবে তা জানা যায়নি। নিজের পারফরম্যান্স আরও ভালো করতে হলে দ্বাদশ শ্রেণির সর্বোচ্চ একটি বিষয়ে ও দশম শ্রেণির সর্বোচ্চ ২ টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে কোনও পরীক্ষার্থী।
1/4শুক্রবার প্রকাশিত হয়েছে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। এদিন ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সিবিএসইর তরফে জানানো হয়, যে পড়ুয়ারা অকৃতকার্য হয়েছেন, তাঁরা নতুন করে পরীক্ষায় বসার যে সুযোগ পাবেন, তার বিধি রয়েছে কিছু। এই বছর থেকে এই অনুত্তীর্ণ হওয়া বিষয়গুলির পরীক্ষাকে ‘কম্পার্টমেন্ট’ পরীক্ষার জায়গায় বলা হচ্ছে, ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা। প্রতীকী ছবি
2/4সিবিএসইর তরফে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা চলতি বছরের জুলাই মাসে হবে বলে জানা গিয়েছে। তবে কোন তারিখে হবে তা জানা যায়নি। নিজের পারফরম্যান্স আরও ভালো করতে হলে দ্বাদশ শ্রেণির সর্বোচ্চ একটি বিষয়ে ও দশম শ্রেণির সর্বোচ্চ ২ টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে কোনও পরীক্ষার্থী।
3/4এই সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে নিজের গ্রেড ও পরীক্ষার নম্বরকে বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকে পরীক্ষার্থীদের কাছে। যাঁরা একটি বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন তাঁরা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। দ্বাদশ ও দশম শ্রেণিতে এই আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে শিঘ্রই। (PTI Photo)
4/4সিবিএসইর নয়া বিধি অনুযায়ী , সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হবে মূল বোর্ড পরীক্ষার মতো করে। পেন ও পেপারেই হবে পরীক্ষা। বোর্ড পরীক্ষার যে পাঠ্যসূচি রয়েছে, সেই একই পাঠ্যসূচিতে হবে এই পরীক্ষা। এই সাপ্লিেমেন্টারি পরীক্ষার ফলাফল জুলাইয়ের শেষে বা অগস্টের প্রথম সপ্তাহে বের হতে পারে। (HT Photo)