বাংলা নিউজ > কর্মখালি > FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড III: রেজাল্ট ও ফেজ টু-এর কল লেটারের লিঙ্ক

FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড III: রেজাল্ট ও ফেজ টু-এর কল লেটারের লিঙ্ক

ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই (ANI)

দ্বিতীয় ফেজের পরীক্ষা ৫ মার্চ, ২০২৩। এই দিন সারাদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যে সকল প্রার্থীরা প্রথম ফেজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসতে দেওয়া হবে। যাঁরা পরীক্ষায় বসবেন, তাঁরা নিচে প্রদত্ত সহজ স্টেপগুলির মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া শীঘ্রই দ্বিতীয় ফেজের FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কল লেটার ২০২২ রিলিজ করবে। প্রার্থীরা ফেজ 2 পরীক্ষার জন্য FCI-এর অফিসিয়াল সাইট, fci.gov.in-এর মাধ্যমে অ্যাডমিট কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন।

দ্বিতীয় ফেজের পরীক্ষা ৫ মার্চ, ২০২৩। এই দিন সারাদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যে সকল প্রার্থীরা প্রথম ফেজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসতে দেওয়া হবে। যাঁরা পরীক্ষায় বসবেন, তাঁরা নিচে প্রদত্ত সহজ স্টেপগুলির মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আরও পড়ুন: মাধ্যমিক পাশেই কলকাতা মেট্রোয় কাজের সুযোগ, জানুন আবেদনের পদ্ধতি

FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩ কল লেটার ২০২২: কীভাবে ডাউনলোড করবেন

১. FCI-এর অফিসিয়াল সাইট fci.gov.in-এ যান।

২. রিক্রুটমেন্ট অংশে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে।

৩. পেজে থাকা FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কল লেটার 2022 অংশে লিঙ্কে ক্লিক করুন।

৪. লগইন ডিটেইলস দিন এবং সাবমিটে ক্লিক করুন।

৫. এটা করার সঙ্গে সঙ্গেই আপনার কল লেটার স্ক্রিনে এসে যাবে।

৬. কল লেটার চেক করুন। পেজটি ডাউনলোড করুন।

৭. এটি পরে আরও কাজে লাগতে পারে। তাই একটি হার্ড কপি করে রাখুন।

৮. এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে ৫,০৪৩টি পদ পূরণ করা হবে। এই সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য FCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারেন।

গতকাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রথম ফেজের FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড III-এর ফলাফল প্রকাশ করেছে। যে প্রার্থীরা গ্রেড III-র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা FCI এর অফিসিয়াল সাইট fci.gov.in-এ নিজের রেজাল্ট দেখতে পারেন।

উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং উত্তর-পূর্ব অঞ্চল ভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

FCI সহকারী গ্রেড III রেজাল্ট ২০২২: কীভাবে পরীক্ষার ফলাফল দেখবেন

১. FCI-এর অফিসিয়াল সাইট fci.gov.in-এ যান।

২. হোম পেজে থাকা রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করুন।

৩. পেজে থাকা FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড III রেজাল্ট 2022 লিঙ্কে ক্লিক করুন।

৪. জোন সিলেক্ট করুন। একটি নতুন পেজ খুলবে।

৫. 'রেজাল্টস' লিঙ্কে ক্লিক করুন। সেটি করতেই একটি পিডিএফ ফাইল খুলে যাবে।

৬. এরপর স্ক্রিনে সরাসরি রেজাল্ট দেখতে পাবেন।

৭. রেজাল্ট দেখুন এবং পেজটি ডাউনলোড করুন।

৮. এটি পরে আরও কাজে লাগতে পারে। তাই একটি হার্ড কপি করে রাখুন। 

আরও পড়ুন: কবে থেকে WBCS পরীক্ষার আবেদন শুরু? কতদিন চলবে? কবে প্রিলি? দেখুন পুরো সিলেবাস

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score