বাংলা নিউজ > কর্মখালি > India Post Recruitment 2021: পশ্চিমবঙ্গ সার্কেলে প্রায় ২,৪০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় পোস্টের, দেখে নিন

India Post Recruitment 2021: পশ্চিমবঙ্গ সার্কেলে প্রায় ২,৪০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় পোস্টের, দেখে নিন

পশ্চিমবঙ্গ সার্কেলে প্রায় ২,৪০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় পোস্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আগামী ১৯ অগস্ট পর্যন্ত অনলাইনে appost.in/gdsonline ওয়েবসাইটে আবেদন করা যাবে।

পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাক বিভাগ। ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২,৩৫৭। আগামী ১৯ অগস্ট পর্যন্ত অনলাইনে appost.in/gdsonline ওয়েবসাইটে আবেদন করা যাবে। 

বয়সসীমা : চলতি বছরের ২০ জুলাইয়ের নিরিখে আবেদনকারীদের ১৮-৪০ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনুমোদিত কোনও বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রয়োজন আছে। সঙ্গে অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাশ করতে হবে। কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত প্রার্থীদের স্থানীয় ভাষা পড়তে হবে।

টেকনিকাল যোগ্যতা :

১) স্বীকৃত বোর্ড থেকে ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট।

২) যে প্রার্থীদের দশম, দ্বাদশ বা পরবর্তী সময়ে পড়াশোনায় কম্পিউটার বিষয় ছিল, তাঁদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে না।

আবেদন ফি : অসংরক্ষিত বা ওবিসি বা আর্থিকভাবে পিছিয়ে পড়ার শ্রেণির ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। মহিলা, তফসিলি জাতি ও জনজাতি এবং বিশেষ সক্ষমভাবে প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (India Post GDS Recruitment 2021) আবেদন প্রক্রিয়া

১) http://appost.in/gdsonline/ সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।

২) অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে তা শুধুমাত্র হেড পোস্ট অফিসে।

৩) 'Apply Online' ক্লিক করুন।

৪) প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৫) নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।

৬) অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।

বন্ধ করুন