বাংলা নিউজ > কর্মখালি > JEE মেন পরীক্ষা : ৭ ফেব্রুয়ারি থেকে শুরু রেজিস্ট্রেশন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ

JEE মেন পরীক্ষা : ৭ ফেব্রুয়ারি থেকে শুরু রেজিস্ট্রেশন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ

৭ ফেব্রুয়ারি থেকে শুরু রেজিস্ট্রেশন (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

যে পরীক্ষার্থীরা জানুয়ারি সেশনের জেইই মেন পরীক্ষায় সফল হতে পারেননি বা নিজেদের নম্বরে খুশি নন, তাঁরা এপ্রিল সেশনের পরীক্ষায় বসতে পারবেন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জেইই মেন পরীক্ষার (এপ্রিল সেশন) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। শীঘ্রই মেন পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

শুক্রবার সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (জেইই) ফল প্রকাশিত হয়। তারপর জানানো হয়, মেন পরীক্ষার জন্য একমাস ধরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে।

এপ্রিল সেশনের পরীক্ষা হবে আগামী ৫,৭,৯ ও ১১ এপ্রিল। আগামী ৮ মার্চ পর্যন্ত ছবি আপলোড করা যাবে। পাশাপাশি, অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষদিনও ৮ মার্চ।

যে পরীক্ষার্থীরা জানুয়ারি সেশনের জেইই মেন পরীক্ষায় সফল হতে পারেননি বা নিজেদের নম্বরে খুশি নন, তাঁরা এপ্রিল সেশনের পরীক্ষায় বসতে পারবেন।

জেইই মেন এপ্রিলের গুরুত্বপূর্ণ তারিখ :

১) রেজিস্ট্রেশন শুরুর তারিখ : ৭ ফেব্রুয়ারি, ২০২০

২) রেজিস্ট্রেশন করার শেষদিন : ৭ মার্চ, ২০২০

৩) ছবি আপলোড ও অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষদিন : ৮ মার্চ, ২০২০

৪) পরীক্ষার দিন : ৫,৭,৯ ও ১১ এপ্রিল

৫) ফল প্রকাশ : ৩০ এপ্রিলের মধ্যে



বন্ধ করুন