পিছিয়ে গেল সর্বভারতীয় জয়েন্টের প্রথম পর্যায়ের পরীক্ষা (জেইই-মেন)। আগামী ২১ এপ্রিল, ২৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৯ এপ্রিল, ১ মে এবং ৪ মে সেই পরীক্ষা হবে। আগে যে পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল।
সোমবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার আয়োজক সংস্থার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, একাধিক বোর্ডের পরীক্ষার সঙ্গে দিন মিলে যাওয়ায় পড়ুয়াদের একাংশ জেইই মেনের পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি করেছিলেন। সেইমতো পিছিয়ে দেওয়া হচ্ছে জয়েন্ট পরীক্ষা।
তাতে অবশ্য কতটা লাভ হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ ২৫ এপ্রিল আছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যে পরীক্ষা আদতে ১৮ এপ্রিল ছিল। কিন্তু জেইই মেনের কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিকের চারদিনের পরীক্ষার সূচি হেরফের করা হয়। ২৫ এপ্রিল তো আবার স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা আছে। যে পড়ুয়ারা জেইই মেন দেবেন, তাঁদের অনেকের স্ট্যাটিসটিক্স থাকে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক নাকি আবার জেইই মেনের সূচি পরিবর্তন করা হবে, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আপাতত শিক্ষা সংসদের তরফে কিছু জানানো হয়নি।
কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে?
ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, কোন শহরে পরীক্ষার আসন পড়েছে, তা এপ্রিলের প্রথম সপ্তাহে জানানো হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড কার্ড ডাউনলোড করা যাবে।