জ্যাসি বলেন, আমাজন গত কয়েক বছরে প্রচুর পরিমাণে কর... more
জ্যাসি বলেন, আমাজন গত কয়েক বছরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করেছে। কিন্তু বর্তমানের অনিশ্চিত অর্থনীতির কারণে তাদের আপাতত খরচ এবং হেডকাউন্টে কাটছাঁট করতে হচ্ছে। আমাজনের ক্লাউড পরিষেবা, বিজ্ঞাপন এবং টুইচ ইউনিট থেকে কর্মী ছাঁটাই করা হবে।
1/5আমাজনে ফের ছাঁটাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় ৯,০০০ কর্মীকে 'বসিয়ে দিতে' চলেছে সংস্থা। এই কর্মীদের বেশিরভাগই AWS, Twitch এবং বিজ্ঞাপন বিভাগে কাজ করতেন। এমনটাই জানিয়েছেন সংস্থার CEO অ্যান্ডি জ্যাসি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5জ্যাসি বলেন, আমাজন গত কয়েক বছরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করেছে। কিন্তু বর্তমানের অনিশ্চিত অর্থনীতির কারণে তাদের আপাতত খরচ এবং হেডকাউন্টে কাটছাঁট করতে হচ্ছে। আমাজনের ক্লাউড পরিষেবা, বিজ্ঞাপন এবং টুইচ ইউনিট থেকে কর্মী ছাঁটাই করা হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5এর আগে জানুয়ারিতে, আমাজনে প্রায় ১৮,০০০ কর্মী ছাঁটাই করা হয়। সেটি সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। সেই সময়ে আমাজনের ছাঁটাইয়ের কারণে কার্যত ভয় পেয়ে যান সমস্ত প্রযুক্তি সংস্থার কর্মীরা। সেই ধারা এখনও অব্যাহত থাকল। ছবি : রয়টার্স (REUTERS)
4/5'আমরা যে অনিশ্চিত অর্থনীতির মধ্যে রয়েছি এবং অদূর ভবিষ্যতে যে অনিশ্চয়তা রয়েছে, তার বিবেচনা করে, আমরা আমাদের খরচ এবং কর্মী সংখ্যা নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি,' লিখেছেন অ্যান্ডি জ্যাসি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5গত সপ্তাহে, Facebook-এর মালিক সংস্থা মেটা জানায়, তারা চলতি বছর ১০,০০০ কর্মী সংখ্যা কমাতে চলেছে। এর আগেই অবশ্য সংস্থা প্রায় ১১,০০০ কর্মীকে বসিয়ে দিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)