বড় চাকরির সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। এসবিআই ক্লার্ক ২০২৩ এর অ্যাডমিট প্রকাশ করা হয়েছে। প্রিলি পরীক্ষার জন্য় এই অ্য়াডমিট। sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে এই অ্যাডমিট কার্ড তোলা যাবে।
আগামী ৫,৬,১১ ও ১২ জানুয়ারি ২০২৪ এসবিআই প্রিলি পরীক্ষা হবে। সব মিলিয়ে জুনিয়র অ্যাসোসিয়েটস , কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের ৮২৮৩টি পদ রয়েছে।
SBI Clerk Prelims Examination 2023। কীভাবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন জেনে নিন।
প্রথমেই এসবিআইয়ের অফিসাল ওয়েবসাইট sbi.co.in এই ওয়েবসাইটে যান
হোমপেজে গিয়ে অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করুন
এরপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে লগ ইন সংক্রান্ত বিস্তারিত তথ্য় দিতে হবে।
এরপর সাবমিটে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে ক্লিক করার পরে স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখা যাবে।
এরপর অ্যাডমিট কার্ডটি ভালো করে দেখার পরে এই পেজটি ডাউনলোড করে নিন। এরপর ওই কার্ডটি সেভ করে রেখে দিন। এরপর একটি প্রিন্ট আউট করে রাখতে পারেন।
এই চাকরির জন্য় অনলাইনে একটি পরীক্ষা হবে। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার। স্থানীয় ভাষার উপরেও একটা পরীক্ষা হবে। অনলাইনে যে প্রিলি পরীক্ষা হবে সেখানে ১০০ নম্বরের উত্তর দিতে হবে। ১ ঘণ্টার পরীক্ষা হবে। এই পরীক্ষার তিনটি অংশ রয়েছে। একটা হল ইংরেজি ভাষা, একটা হল অঙ্কের ভিত্তিতে পরীক্ষা আর অপরটি হল রিজনিং অ্য়াবিলিটি। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।