ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন( UPSC) ৮ ডিসেম্বর সিভিল সার্ভিস মেনসের ফলাফল প্রকাশ করেছে। যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরা upsc.gov.in. এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা দেখে নিতে পারেন।
১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, সিভিল সার্ভিস মেইন পরীক্ষা ২০২৩এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই তালিকায় যাদের নাম থাকছে তাঁরা পার্সোনালিটি টেস্ট( ইন্টারভিউ)এর জন্য নির্বাচিত হয়েছেন। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, অন্যান্য সেন্ট্রাল সার্ভিস ( গ্রুপ এ, গ্রুপ বি) পদের জন্য় এই তালিকা প্রকাশিত হয়েছে।
যারা কোয়ালিফাই হলেন তাদের পার্সোনালিটি টেস্ট( ইন্টারভিউ) নিউ দিল্লির শাহজাহন রোড, ঢোলপুর হাউসে হবে। তার তারিখ শীঘ্রই জানানো হবে। কমিশনের ওয়েবসাইট থেকে তাঁদের চিঠি ডাউনলোড করা যেতে পারে।
এবার জেনে নিন UPSC Main Result 2023 কীভাবে দেখা যাবে
ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি একবার দেখে নিন। upsc.gov.in এই ওয়েবসাইটে যান।
হোম পেজে UPSC Mains Results 2023 এই লিঙ্কে যান।
সেখানে একটা নতুন পিডিএফ ফাইল খুলবে। সেখানে রোল নম্বর দিয়ে দেখে নিন।
সেই ফাইলটি ডাউনলোড করে রাখুন। এরপর একটা হার্ড কপি রেখে দিন।