রাজ্য জয়েন্টের প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফলাফল প্রকাশিত হয়েছে। ১লা অগস্ট এই ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২০ শে জুলাই থেকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর কাউন্সেলিং এর প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রার্থীরা প্রয়োজনে তাদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে তাদের রেজাল্ট দেখতে পারবেন। এক্ষেত্রে যারা কাউন্সেলিংয়ে আবেদন করেছিলেন তারা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। সেখানেই তাঁরা প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফলাফল দেখতে পাবেন। এক্ষেত্রে wbjeeb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আসন বরাদ্দের ফলাফল দেখতে পাবেন।
২০২৩ সালের ৩০ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল। একাধিক শাখায় ভর্তির জন্য অনেকেই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দেন। বিভিন্ন রাউন্ডে এক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া জারি থাকে। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মাসি সহ বিভিন্ন ক্ষেত্রে এই পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যায়। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এবারে রাজ্য জয়েন্টে বসছিলেন। এবার দ্বিতীয় ধাপের আসন বরাদ্দের ফলাফল কবে হবে সেটাও জেনে নিন।
এবার বলে রাখা ভালো আগামী ১৮ অগস্ট জয়েন্টের দ্বিতীয় দফার আসন বরাদ্দের ফলাফল ঘোষণা করা হবে। প্রথম রাউন্ডের যে সমস্ত প্রার্থীরা আসন বরাদ্দ নিয়ে সন্তুষ্ট হতে পারবেন না তারা দ্বিতীয় রাউন্ডের জন্য আবেদন করতে পারেন। তবে দ্বিতীয় রাউন্ডের পরে একবার মপ আপ রাউন্ড হবে। দ্বিতীয় রাউন্ডের ক্ষেত্রে ১১ই আগস্ট পর্যন্ত অর্থ জমা দিতে পারবেন। আর মপ আপ রাউন্ডের জন্য ১৪ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত এই ফি জমা দেয়া যাবে।
এবার জেনে নিন কিভাবে আপনি রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। তার পদ্ধতিগুলি ধাপে ধাপে জেনে নিন।
প্রথম ধাপে আপনাকে রাজ্য় জয়েন্টের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটি হল wbjeeb.nic.in
এরপর আপনাকে WBJEE 2023 অপশন যেখানে রয়েছে সেখানে যেতে হবে।
সেখানে গিয়ে ক্লিক করলে আপনি অপর একটি পেজ পাবেন। সেখান থেকে যে রাউন্ডে যেতে চান সেখানকার সিট বরাদ্দে লিঙ্কটি খুলতে হবে।
এরপর লগ ইন করে আপনার সিট বরাদ্দ কোন পর্যায়ে রয়েছে সেটা দেখতে হবে।