এবার অপুর সংসারে হাজির অপা! হ্যাঁ, ঘরে ঘরে জি বাংলার আসন্ন এপিসোডে দেখা মিলবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের পরিবারের। দীর্ঘদিনের বন্ধু শাশ্বত-অপরাজিতা। সম্প্রতি রুপোলি পর্দায় জমিয়ে রোম্যান্স করতে দেখা গিয়েছে দুজনকে। মানসী সিনহা পরিচালিত ‘এটা আমাদের গল্প’তে ষাটোর্ধ প্রেমিক যুগল হিসাবে দেখা মিলেছে দুজনের। আরও পড়ুন-'দীপিকার চুলের মুঠি ধরে টানছি…', কল্কি ২৮৯৮ এডি-র মেইন ভিলেন, বলিউডই এখন শাশ্বতর ফোকাস?
এবার 'অপু' (শাশ্বতর ডাক নাম) তাঁর পুরো পরিবারকে নিয়ে আড্ডা দেবে সঞ্চালক অপরাজিতা আঢ্যর সঙ্গে। শাশ্বর বাড়িতে ঢুকে অবাক অভিনেত্রী। ড্রয়িং রুমে ঢোকার করিডোরের দু'পাশ কালজয়ী বাংলা ফিল্মের পোস্টার ফ্রেম করে সাজানো। রয়েছে সত্যজিতের দেবী, পথের পাঁচালির মতো ছবির পোস্টার। বসার ঘর জুড়েও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাশ্বতর অভিনয় সত্ত্বা। ড্রয়িং রুমের সোফার ঠিক পিছনের এক দরজায় শাশ্বতর বাবা তথা প্রবাদপ্রতিম অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাদা-কালো ছবি।
দেওয়াল জুড়ে রয়েছে নানান পেন্টিং, হ্যাংগিং ওয়ালপেপার। শিল্প আর শিল্পীর কদর ভালোই জানা আছে শাশ্বতর পরিবারের। এদিন বাবার সঙ্গে একফ্রেমে ধরা দিলেন শাশ্বত কন্যা হিয়ার। শাশ্বত ও তাঁর স্ত্রী মহুয়ার একমাত্র সন্তান হিয়া। অভিনেতার মেয়ের সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়! এদিন হালকা গোলাপি সালোয়ার কামিজে দ্যুতি ছড়ালেন হিয়া।
আরও পড়ুন-১৪ ঘন্টা শ্য়ুটিং করে পড়াশোনা, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদ পত্নী’ সুস্মিলি?
শাশ্বত চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা হিয়া চট্টোপাধ্যায় (Hiya Chatterjee)। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হিয়া। ‘লা মার্টিনা কলকাতা’ স্কুল থেকে পড়াশোনা করেছেন হিয়া। এই মুহুর্তে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী সে। বাবা-ঠাকুরদার পেশাকেই আপন করে নিতে চান হিয়া। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন অভিনেতা।
শাশ্বত জানান, ‘হ্যাঁ, ওর ইচ্ছে তো রয়েছে অভিনয়ে আসবার। ও তো ওডিসি শিখেছে, নাচ-টাচ তো ভালো করে। এখন দেখা যাক কতদূর কী হয়!’ মেয়ে আর স্ত্রীর মধ্যে কে অভিনেতার বড় সমালোচক? এই ক্ষেত্রে অবশ্য স্ত্রী মহুয়াকে বেছে নিয়েছেন শাশ্বত।
পরিচালক নাগ অশ্বিনের বহুচর্চিত প্রোজেক্ট ‘কল্কি ২৮৯৮ এডি’ মুখ্য ভিলেন হিসাবে থাকছেন শাশ্বত। এই ছবিতে দীপিকা-প্রভাস-অমিতাভ-কমল হাসানের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টলিউডের অপুদা। এছাড়াও অনুরাগ বসুর মেট্রো ইন দিনো-র মতো প্রোজেক্ট হাতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের।