বাংলা নিউজ > কর্মখালি > WBJEE 2023 Results: আগামিকাল রাজ্য জয়েন্টের রেজাল্ট, কখন ও কীভাবে ‘র‌্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করবেন?

WBJEE 2023 Results: আগামিকাল রাজ্য জয়েন্টের রেজাল্ট, কখন ও কীভাবে ‘র‌্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করবেন?

আগামিকাল রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ (WBJEE 2023 Results) করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড (WBJEE)। বিকেল চারটে থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। অর্থাৎ র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

আগামিকাল (২৬ মে) রাজ্য এন্ট্রাস পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ (WBJEE 2023 Results) করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড (WBJEE)। বিকেল চারটে থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। অর্থাৎ র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। রাজ্য জয়েন্ট পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। 

কীভাবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ‘র‌্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে হবে বা রেজাল্ট দেখতে হবে?

১) রাজ্য জয়েন্ট পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in-তে যেতে হবে।

২) হোমপেজে ‘WBJEE’ ট্যাব আছে। তাতে ক্লিক করতে হবে।

৩) নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে ‘WBJEE 2023 Result’-র লিঙ্ক আছে। তাতে ক্লিক করতে হবে।

৪) জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার যাবতীয় তথ্য দিতে হবে। ‘সাবমিট’ করতে হবে পরীক্ষার্থীদের।

৫) কম্পিউটার বা ফোনের স্ক্রিনে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ‘র‌্যাঙ্ক কার্ড’ বা রেজাল্ট দেখা যাবে। ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন। 

আরও পড়ুন: HS 2023 topper: 'নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যা তৈরি করে, তা নিয়ে কিছু বলার নেই', বললেন উচ্চমাধ্যমিকের ফার্স্ট

রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের ইতিহাস

১৯৬২ সালে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশন (West Bengal Joint Entrance Examinations Board বা WBJEEB) বোর্ড তৈরি করা হয়েছিল। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিকাল কোর্সের প্রতিষ্ঠানে ভরতির পরীক্ষার জন্য ভারতীয় সংবিধানের ১৬২ ধারার আওতায় (West Bengal Act XIV) জয়েন্ট এন্ট্রাস বোর্ড গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ২০১৪ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশনস বোর্ড আইনের আওতায় জয়েন্ট বোর্ডকে (WBJEE) বিশেষ ক্ষমতা প্রদান করা হয়। 

আরও পড়ুন: WBJEE 2023 Results: উচ্চমাধ্যমিকের পরেই রাজ্য জয়েন্টের রেজাল্ট, কবে? কখন র‍্যাঙ্ক কার্ড পাবেন?

রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের কাজ

পশ্চিমবঙ্গের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন পেশাদারি এবং ভোকেশনাল কোর্সে ভরতির পরীক্ষার আয়োজন করে থাকে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড (WBJEE)। জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, স্বচ্ছভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভরতির প্রক্রিয়া আয়োজন করতে চায় জয়েন্ট বোর্ড।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন