উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটারে জানিয়েছেন, আগামী শুক্রবার (২৩ মে) রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে। তাঁর কথায়, ‘আগামী ২৬ মে (শুক্রবার) দুপুর ২ টো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবার পরীক্ষা দিয়েছেন প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী। বিকেল ৪ টে থেকে তাঁরা নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। সকল পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
কীভাবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-তে যেতে হবে।
২) WBJEE 2023 ট্যাবে ক্লিক করতে হবে।
৩) WBJEE 2023 Result লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) একটি নয়া পেজ খুলে যাবে। তাতে নিজের প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৫) স্ক্রিনে ‘র্যাঙ্ক কার্ড’ দেখানো হবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)