সাম্প্রতিক আর্থিক রিপোর্টের প্রেক্ষিতে কর্মীদের বেতন বৃদ্ধির পরিকল্পনায় পরিবর্তনের আশঙ্কা করছিলেন অনেকে। জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে কিছুটা মার্জিন কমেছে সংস্থার। গত বছর একই ত্রৈমাসিকে ১৮.৮ শতাংশ মুনাফা ছিল।
1/5বেতন বৃদ্ধির পূর্ব পরিকল্পনায় কোনও পরিবর্তন করা হচ্ছে না। এমনটাই জানাল আইটি জায়েন্ট উইপ্রো। আগামী ১ সেপ্টেম্বর ২০২২ থেকে পূর্বে উল্লেখিত প্ল্যান অনুযায়ী-ই বেতন বৃদ্ধি করা হবে। ফাইল ছবি- উইপ্রো (Wipro)
3/5গত বছর একই ত্রৈমাসিকে ১৮.৮ শতাংশ মুনাফা ছিল। এই বছর সেটা কমে ১৫ শতাংশ হয়েছে। ছবি : ইনস্টাগ্রাম (Wipro)
4/5এই কারণে মুনাফা হ্রাস পাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ। তবে তেমন কিছুই হবে না বলে জানিয়েছে সংস্থা। ছবি : পিটিআই (Wipro)
5/5এর আগে অ্যাট্রিশন(কর্মীদের অন্য কোম্পানিতে সুইচ করা) রেট কমাতে নিয়মিত বেতন বৃদ্ধির বিষয়ে ঘোষণা করেছিল উইপ্রো। মুনাফা সামান্য কমলেও সেই পরিকল্পনায় অনড় থাকতে চায় সংস্থা। ছবি : পিটিআই (Wipro)