বাংলা নিউজ > ক্রিকেট > বল ধরে বাউন্ডারির দিকে ছুঁড়ে দিলেন ফিল্ডার, মনে করালেন লগানের লাখাকে- ভিডিয়ো

বল ধরে বাউন্ডারির দিকে ছুঁড়ে দিলেন ফিল্ডার, মনে করালেন লগানের লাখাকে- ভিডিয়ো

বল ছুঁড়ে বাউন্ডারি করালেন ফিল্ডার।

একটি অজানা ম্যাচে এক ফিল্ডার বাউন্ডারি বাঁচাতে গিয়ে, উল্টে চার করিয়ে দেন। দেখে মনে হচ্ছিল, লগানের লাখার মতোই তিনিও দলকে হারাতে চাইছেন। অন্তত যেভাবে মিসফিল্ড করেছেন সেই অনামী, অজানা ক্রিকেটার, তাতে অনেকেই লাখার সঙ্গে তুলনা টানছেন।

লগানের লাখাকে কি মনে আছে? এই লাখার বিশ্বাসঘাতকতার জন্য প্রথম দিকে খেলায় হাড়তে বসেছিলেন গ্রামবাসীরা। সে রকমই এক ঘটনা ঘটল অজানা একটি ক্রিকেট ম্যাচে। ফিল্ডার বাউন্ডারি বাঁচাতে গিয়ে, উল্টে চার করিয়ে দেন। দেখে মনে হচ্ছিল, লাখার মতোই তিনিও দলকে হারাতে চাইছেন। অন্তত যেভাবে মিসফিল্ড করেছেন সেই অনামী, অজানা ক্রিকেটার, তাতে অনেকেই লাখার সঙ্গে তুলনা টানছেন।

আরও পড়ুন: শ্রেয়স এবং ইশান কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন, কী ভাবে? জানালেন BCCI-এর এক কর্তা

সম্প্রতি একটি হাস্যকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একজন ফিল্ডার বাজে ভাবে মিস ফিল্ড করার জন্য, বিপক্ষ দল একটি বাউন্ডারি উপহার পেয়ে গিয়েছে। ভিডিয়োটি কোন ক্রিকেট ম্যাচের, জানা যায়নি। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক জন ব্যাটার বাউন্ডারি হাঁকাতে লং-অনের দিকে তুলে শট খেলেছেন। নিশ্চিত বাউন্ডারিকে পা দিয়ে আটকে দেন অন্য একজন ফিল্ডার। তিনি দৌড়ে গিয়ে বাউন্ডারি লাইনের সামনেই বলটি আটকে দেন। বলটি থেমেও যায়। তখন অন্য একজন ফিল্ডার দৌড়ে আসে বলটি নিতে। তিনি বলটি নিয়ে কিপার বা বোলারের দিকে ছোঁড়ার বদলে, বাউন্ডারি লাইনের ওপারে ছুড়ে দেন। দেখে মনে হচ্ছিল, ইচ্ছাকৃত ভাবে তিনি বলটি বাউন্ডারি লাইনে ছুঁড়ে দিয়েছেন। আসলে সেই ফিল্ডার শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি। বলটি তাঁর হাত থেকে ছিটকে যায়। এবং বাউন্ডারি হয়ে যায়। আর যে ফিল্ডার প্রথমে বাউন্ডারিটি বাঁচিয়েছিলেন, তিনি পুরো অগ্নিশর্মা হয়ে যান।

আরও পড়ুন: বস তোমাকে মেদ ঝরাতে হবে- কোন ক্রিকেটারকে পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী

এই ভিডিয়োটি দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে নেটিজেনরা রীতিমতো হাসিঠাট্টায় মেতেছে।

ধর্মশালা টেস্টে ফিরছেন বুমরাহ:

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম তথা শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কেএল রাহুল এখনও চোট সারিয়ে দলে ফিরতে পারেননি। জানা গিয়েছে, বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে লন্ডনে গিয়েছেন তিনি। যে কারণে পঞ্চম টেস্টের জন্যও বাদ পড়েছেন রাহুল। তবে স্পিডস্টার এবং ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ সিরিজের শেষ টেস্টে দলে ফিরেছেন। এদিকে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে খেলার জন্য দল থেকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, ওয়াশিংটন সুন্দর ২০২৪ সালের ২ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালের ম্যাচে রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুতে যোগ দেবেন। এছাড়া রাঁচিতে চতুর্থ টেস্টে যে দল খেলেছিল, বাকিটা একই রয়েছে।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.