বাংলা নিউজ > ক্রিকেট > Asia Cup Final: বোলারদের জন্যই এই জয়, ম্যাচ শেষে সিরাজ-হার্দিকদের কৃতিত্ব দিলেন ইশান

Asia Cup Final: বোলারদের জন্যই এই জয়, ম্যাচ শেষে সিরাজ-হার্দিকদের কৃতিত্ব দিলেন ইশান

ম্যাচ জয়ের পর শুভমন গিল ও ইশান কিষান। ছবি-এএফপি (AFP)

শ্রীলঙ্কাকে বধ করে এশিয়া কাপ জিতেছে ভারত। এই ম্যাচে দাপটের সঙ্গে বোলিং করেছেন সিরাজ। ম্যাচ শেষে বোলারদের কৃতিত্ব দিলেন ইশান।

এশিয়া কাপের ফাইনাল যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা হয়তো কেউ কল্পনাই করতে পারেননি। এর জন্য কৃতিত্ব একজনেরই প্রাপ্য। তিনি হলেন মহম্মদ সিরাজ। গোটা ম্যাচ জুড়ে দাপটের সঙ্গে বোলিং করে গেলেন। এক ওভারে চার উইকেট নিয়ে ম্যাচের পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক পান্ডিয়াও। তিনিও নিয়েছেন ৩টি উইকেট। ফলে সিরাজের চার এবং হার্দিকের ৩ এবং বুমরাহর ১ উইকেটে ভর করে ভারত শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে আটকে দেয়।

এই রান তুলতে যে খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না ভারতীয় দলকে, তা বোঝা গিয়েছিল। মাত্র ৫১ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ৬.১ ওভারেই শেষ হয়ে যায় এই ম্য়াচ। ১০ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ইশান ৩টি বাউন্ডারির সৌজন্যে ২৩ রান এবং শুভমন গিল ৬টি বাউন্ডারির সৌজন্যে ২৭ রানে অপরাজিত থাকেন। কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় ভারত।

বিশ্বকাপের আগে ভারতের এই এশিয়া কাপ জয় স্বাভাবিক ভাবেই ভারতীয় দলকে অনেকটাই আত্মবিশ্বস জোগালো। তবে এই ম্যাচের নায়ক যে মহম্মদ সিরাজ তা বলার অপেক্ষা রাখে না। তাঁর এক ওভারে চার উইকেট ম্যাচের রং বদলে যায়। সেখান থেকে লঙ্কার ব্যাটাররা আর কোনও ভাবেই কামব্যাক করতে পারেননি। বলা ভালো ভারতীয় বোলিং অর্ডার কোনও ভাবেই তা বিপক্ষের ব্যাটারদের সুযোগ দেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নিল ভারত।

ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করলেন ইশান কিষান। ম্য়াচ জয়ের ভারতীয় এই তরুণ ওপেনার জানান, 'সব কৃতিত্ব বোলারদের, তারা অবিশ্বাস্যভাবে ভালো বোলিং করেছে। প্রথম বল থেকেই দুর্দান্ত বোলিং করেছে তারা। বিশেষ করে সিরাজ, এদিন নিজের সেরা ইনিংসটা খেলল। ওর এই দুর্দান্ত বোলিংয়ের জন্যই আমরা জিতলাম। সিরাজের বোলিং নিয়ে আলাদা করে কোনও কিছু বলার নেই।'

টস নিয়ে ইশান বলেন, 'আমরা এখানে কয়েকটি ম্যাচ খেলেছি এবং আমরা জানতাম পরে ব্যাট করা সহজ নয়। তবে টস হারা নিয়ে আমরা একেবারেই মাথা ঘামাইনি। কারণ আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। ওপেনিংয়ে আমার শট খেলার এবং স্ট্রাইক রোটেট করার চমৎকার সুযোগ ছিল। সুযোগের জন্য অধিনায়ককে ধন্যবাদ। আমি মিডল অর্ডারে যেভাবে খেলি, সেই ভাবেই খেলতে চেয়েছিলাম।'

বন্ধ করুন