পরিণীতি চোপড়া সম্প্রতি তাঁর কেরিয়ারের শুরুর দিকে নানা অজানা কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেখানেই তিনি জানিয়েছেন যে সেই সময় তাঁকে কতটা আর্থিক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর সেই কারণে লোকজন মূলত তাঁর সহকর্মীরা তাঁকে খাটো নজরে দেখতেন বলেও জানান পরিণীতি।
আরও পড়ুন: সারেগামাপার অডিশনে গান না শুনে আড্ডা! অভিযোগ উঠতেই গৌরবের সাফাই, 'এটা প্রমাণিত হলে গান ছেড়ে দেব...'
কেরিয়ারের শুরুর দিনগুলো নিয়ে কী বললেন পরিণীতি?
পরিণীতি চোপড়া সম্প্রতি রাজ শামনির পডকাস্ট শোতে হাজির হয়েছিলেন। সেখানেই অভিনেত্রী জানান যে তিনি মোটেই কোনও বিত্তশালী পরিবার থেকে আসেননি। সেই জন্যই কেরিয়ারের শুরুর দিকে তিনি অতিরিক্ত খরচ করতে পারতেন না। এমনকি একজন ফিটনেস ট্রেনার পর্যন্ত রাখতে পারেননি নিজের জন্য।
আরও পড়ুন: 'বাহ দাদাকে তো বেশ দেখতে!' প্রতিযোগীর উপহার পেয়ে দাদাগিরিতে নিজেরই তারিফ করলেন সৌরভ! ব্যাপারটা কী?
পরিণীতি এদিন জানান তাঁর আর্থিক ক্ষমতার জন্য অনেকেই তাঁকে খাটো চোখে দেখতেন। তিনি একটা সময় পর্যন্ত নিজের জন্য ফিটনেস ট্রেনার রাখতে পারেননি বা ফিটনেসের সমস্ত জিনিস কিনতে পারেননি কারণ সেগুলোর মূল্য প্রায় ৪ লাখ টাকা মতো ছিল যা তাঁর পক্ষে খরচ করা সম্ভব ছিল না। কিন্তু আর্থিক সঙ্গতি যেমন হোক পরিণীতি হার না মানার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের শর্তে, অন্যান্যরা যে সুযোগ সুবিধা পান সেগুলো ছাড়াই বলিউডে টিকে থাকতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন হওয়া সত্বেও। আর সেটা তিনি করেও দেখিয়েছেন।
আরও পড়ুন: বৈশাখ পড়তে না পড়তেই ফের বিয়ের সানাই টলিউডে! চুপিচুপি কার গলায় মালা দিলেন 'সাথী'র ইন্দ্রজিৎ?
আরও পড়ুন: ক্রিকেটের মরশুমে নতুন রূপে সৃজিত, অনিন্দ্যর সঙ্গে জমিয়ে দিলেন RCB - GT এর ম্যাচের ধারাভাষ্য
পরিণীতি চোপড়ার প্রজেক্ট
পরিণীতি চোপড়াকে শেষবার অমর সিং চমকিলা ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি এই পঞ্জাবি গায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। ছবিটিও দারুণ প্রশংসা পেয়েছে। এছাড়া গত বছর মুক্তি পেয়েছিল তাঁর এবং অক্ষয় কুমারের মিশন রানিগঞ্জ।