এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধ সেঞ্চুরি করে মন তো আগেই জিতেছিলেন। আঘা সলমনের চোট লাগতে যেভাবে দৌড়ে এলেন, তাতেও মন জিতে নেন কেএল রাহুল। সোমবার কলম্বোয় রবীন্দ্র জাদেজার একটি বল সলমনের চোখে ঠিক নীচে লাগে। সেখান থেকে রক্ত বেরোতে থাকে। পাকিস্তানি ব্যাটারের গুরুতর কোনও চোট লেগেছে কিনা, তা খতিয়ে দেখতে থাকেন রাহুল। আর রাহুলের সেই দুর্দান্ত স্পোর্টসম্যানশিপ স্পিরিটের মধ্যেই পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিয়োয় প্রাক্তন পাকিস্তানি পেসারকে বেশ গর্বের সুরে বলতে শোনা যায়, টেস্ট ম্যাচের মধ্যে সচিনকে মারতে চেয়েছিলেন। তাঁর মাথা নিশানা করে বল করছিলেন। যা দেখে নেটিজেনরা বললেন, এটাই ভারত এবং পাকিস্তানের মধ্যে মনোভাবের পার্থক্য। যেখানে সচিনকে মারার চেষ্টা করছিলেন শোয়েব, সেখানে সলমনের জন্য ছুটে এলেন রাহুল।
সোমবার ঘটনাটি কী হয়েছিল? এশিয়া কাপের 'সুপার ফোর'-র ম্যাচে ভারতের খাড়া করা ৩৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করছিল পাকিস্তান। ব্যাট করতে আসেন সলমন। ২১ তম ওভারের শেষ বলটা তাঁর চোখের নীচে লাগে। ওই বলটা কিছুটা জোরে করেন জাদেজা। সুইপ মারার চেষ্টা করেন জাদেজা। কিন্তু ব্যাটের উপর দিকে লেগে বলটা তাঁর ঠিক চোখের নীচে লাগে।
আরও পড়ুন: IND vs PAK: আমরা টেস্ট ক্রিকেটার… ODI-তে শতরান করেও কেন এমন বললেন বিরাট? ক্লান্তি ভাবাচ্ছে?
হেলমেট পরে না থাকায় সলমনের বিপদ বাড়ে। রক্ত বেরোতে থাকে। ফিজিয়ো আসার মধ্যেই সলমনকে চোট খুঁটিয়ে দেখতে থাকেন রাহুল। বলটা মাথায় লেগেছে কিনা, তাও বোঝার চেষ্টা করতে থাকেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। পরে ফিজিয়ো এসে তাঁর রক্ত মুছিয়ে দেন। তারপর ‘কনকাশন টেস্ট’ হয়। সেই পরীক্ষায় পাস করার পর ফের ব্যাট করার অনুমতি পান সলমন। হেলমেটও চলে আসে।
আর সেই পুরো ঘটনায় রাহুলের স্পোর্টসম্যানশিপ স্পিরিটের প্রশংসা করতে থাকেন নেটিজেনরা। তারইমধ্যে শোয়েবের একটি ভিডিয়োও ভাইরাল হয়ে যায়। যে ভিডিয়োয় শোয়েবকে বলতে শোনা যায়, ‘আমি এই প্রথমবার এটা বলছি। আমি ওই টেস্ট ম্যাচে সচিনকে ইচ্ছাকৃতভাবে মারার চেষ্টা করছিলাম। যে কোনও মূল্যে আমি সচিনকে আহত করতে চাইছিলাম। ইনজামাম (পাকিস্তানের তৎকালীন অধিনায়ক ইনজামাম-উল-হক) আমায় সামনে বল করতে বলে যাচ্ছিল। কিন্তু আমি বলি যে সচিনকে মারবই আমি।'
সংবাদমাধ্যম স্পোর্টসকিডায় দেওয়া ওই সাক্ষাৎকারে শোয়েবকে আরও বলতে শোনা যায়, 'সচিনের হেলমেটেও মেরেছিলাম আমি। তারপর আমি ভেবেছিলাম যে ও মরে যাবে। পরে যখন ভিডিয়ো দেখেছিলাম, তখন দেখি যে মাথা বাঁচিয়ে নিয়েছিল সচিন। মাথায় লাগেনি বল। আমি ফের একই কাজ করেছিলাম, যাতে ওকে মারতে পারি।’
শোয়েবের ওই বক্তব্য শুনে এক নেটিজেন বলেন, ‘এক ভারতীয়কে আঘাত করার চেষ্টা করছিলেন এক পাকিস্তানি। অন্যদিকে এক পাকিস্তানির শুশ্রূষার চেষ্টা করছেন এক ভারতীয়। মানবিকতার ঠিক জায়গায় থাকতে পারায় গর্ববোধ করছি।' অপর এক নেটিজেন আবার বলেন, 'পার্থক্যটা দেখে নাও।’
আরও পড়ুন: IND vs PAK Records: আগে ছিল ১৪০ রান, এবার হল ২২৮! ইতিহাসে পাকিস্তানকে সর্বাধিক মার্জিনে হারাল ভারত