বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK Predicted XI: রাহুল ফিরলে বাদ কে, কতটা বড় ফ্যাক্টর বৃষ্টি? কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

IND vs PAK Predicted XI: রাহুল ফিরলে বাদ কে, কতটা বড় ফ্যাক্টর বৃষ্টি? কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

আজ সুপার ফোরে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ছবি- টুইটার

চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন কেএল রাহুল। ফলে ইশানকে দেখা যাবে না পাকিস্তানের বিরুদ্ধে। এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাব্য একাদশ।

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভেস্তে গিয়েছিল ম্যাচ। বৃষ্টির জন্য পয়েন্ট ভাগাভাগি করতে হয় ভারত এবং পাকিস্তানকে। দুই দলই এক পয়েন্ট করে পায়। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়া যে ক্রিকেট ভক্তদের কাছে কতটা মানসিক আঘাত দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই ম্যাচের জন্য দীর্ঘ অপেক্ষা করে বসে থাকেন সমর্থকরা। স্বাভাবিক ভাবেই ভারত-পাক ম্যাচ ভেস্তে যাওয়ায় অনেকেই হতাশ হয়েছে।

এবার আজ অর্থাৎ রবিবার এশিয়া কাপের সুপার ফোর পর্বে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সুপার ফোরের দুই দেশের লড়াই দেখতে মরিয়া গোটা ক্রিকেট বিশ্ব। সুপার ফোরে পাকিস্তান একটি ম্যাচ খেলে ফেললেও ভারত একটিও খেলেনি। ফলে এটিই রোহিতদের প্রথম ম্যাচ হতে চলেছে সুপার ফোর পর্বে। তবে দুই দলকেই ভাবাচ্ছে শ্রীলঙ্কার আবহাওয়া। কারণ এশিয়া কাপে একাধিক ম্যাচ বৃষ্টির জন্য থমকে গিয়েছে। এমনকী আজকের এই ম্যাচেও বৃষ্টি কিছুটা হলেও চিন্তায় রেখেছে দুই দলকে। যদিও সেটা কারোর হাতে নেই। তবুও বৃষ্টিকে উপেক্ষা করেই দুই দল মাঠে নামতে মরিয়া।

অন্যদিকে ভারতীয় দলে ফিরে এসেছেন কেএল রাহুল। চোট কাটিয়ে ফিরেছেন তিনি। সম্ভবত পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে দেখা যেতে পারে। এশিয়া কাপের বাকি কয়েক ম্যাচ খেলেন বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেবেন তিনি। কেএল রাহুল শ্রীলঙ্কায় ফিরতেই স্ট্যান্ডবাই হিসাবে থাকা সঞ্জু স্যামসন দেশে ফিরে এসেছেন। তাই মনে করা হচ্ছে এই ম্যাচে রাহুলকে দেখা যেতে পারে। সেদিক থেকে দেখতে গেলে ইশান কিশানকে বসাতে পারে ভারতীয় দল। এছাড়া পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খুব একটা পরিবর্তনের দিকে যাবেন না কোচ রাহুল দ্রাবিড়।

অন্যদিকে পাকিস্তান দল পরপর ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর। সুপার ফোরে তারা বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। এবার বাবর আজমের দল নামছে ভারতের বিরুদ্ধে। ফলে তারা চাইবে জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি প্রথম থেকেই রোহিতদের চাপে রাখতে। তবে পাকিস্তানও বেশ সাবধানী ভারতের বিরুদ্ধে। তারা ভালো করেই জানে ভারত কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। সেই জন্য মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে তারা উইনিং কম্বিনেশন ভাঙবে না। গত ম্যাচের দলই দেখা যাবে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ:-

ভারত- শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

পাকিস্তান- ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সলমন, ইফতিকার আহমেদ, শাদব খান, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।

(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন