বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চলেছেন নাইট শিবিরে

IPL 2024: KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চলেছেন নাইট শিবিরে

KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চলেছেন নাইট শিবিরে।

Rahmanullah Gurbaz set for KKR Return: শুক্রবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই দেশে ফিরে গিয়েছিলেন গুরবাজ। তারকা ওপেনারের মা হাসপাতালে ভর্তি ছিলেন। সেই কারণেই দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে।

কলকাতা নাইট রাইডার্সকে নিশ্চিত করলেন রহমানুল্লাহ গুরবাজ। আইপিএলের মাঝেই দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ফিরে যেতে হয়েছিল দেশে। কিন্তু তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। এ কথা নিজেই জানিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ।

আসলে রহমানুল্লাহের মা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে মায়ের পাশে থাকতেই আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন রহমানুল্লাহ। তবে, তিনি শীঘ্রই কেকেআর-এ যোগ দেবেন বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন। আশা করা হচ্ছে, ২০২৪ আইপিএলের প্লে অফের আগেই নাইট শিবিরে যোগ দেবেন রহমানুল্লাহ।

আরও পড়ুন: রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো সেঞ্চুরি করে দলকে জেতালেন স্কাই, ধাক্কা খেল হায়দরাবাদের প্লে-অফের স্বপ্ন

মঙ্গলবার রহমানুল্লাহ তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার মায়ের অসুস্থতার কারণে আইপিএল থেকে একটি সংক্ষিপ্ত বিরতি নিতে হয়েছিল। আমি খুব শীঘ্রই আবার আমার কেকেআর পরিবারে যোগ দেব, সবার মেসেজ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। মা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।’

শুক্রবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই দেশে ফিরে গিয়েছিলেন গুরবাজ। তারকা ওপেনারের মা হাসপাতালে ভর্তি ছিলেন। সেই কারণেই দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। আশঙ্কা ছিল, যদি গুরবাজ সময় মতো ফিরতে না পারেন, তবে সমস্যায় পড়তে হবে কেকেআর-কে। তবে মঙ্গববার মেসেজের মাধ্যমে দলকে নিশ্চিন্ত করেছেন আফগান তারকা।

আরও পড়ুন: SRH-এর বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতের নজির স্পর্শ করার পাশাপাশি, MI- এর হয়ে ইতিহাস লিখল সূর্য

আসলে চলতি মরশুমে গুরবাজ নাইট রাইডার্সের হয়ে সেভাবে খেলেননি। উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলছেন ফিল সল্ট। ব্যাট হাতে ভালো ছন্দেও রয়েছেন সল্ট। কেকেআর-এর সাফল্যের নেপথ্যে অন্যতম ভূমিকা রয়েছে সল্টের। দুর্দান্ত ফর্মে থেকে সুযোগও পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপের দলে। তবে টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড।সেই সিরিজ খেলতে হলে, সল্টকে কেকেআর ছাড়তে হবে। এহেন পরিস্থিতিতে গুরবাজ যদি আফগানিস্তান থেকে ফিরতে না পারতেন, তবে কেকেআর-এর সমস্যা বাড়ত বৈকি।

আরও পড়ুন: হেডের উইকেট দু'বার হয়েছে ফস্কা গেরো, ময়াঙ্ককে করেছেন বোল্ড, নেটে কোহলিকে বল করা অংশুল MI-এর হয়ে অভিষেকেই কাড়লেন নজর

এই মুহূর্তে আইপিএলে কেকেআর বেশ ভালো অবস্থানে রয়েছে। তারা কার্যত প্লে-অফে পৌঁছেই গিয়েছে। ১১ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে নাইটরা। ৩টি ম্যাচ হেরেছে। ১৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু'বারের চ্যাম্পিয়নদের এখনও তিনটি লিগের ম্যাচ বাকি আছে। ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে নাইটরা। ১৩ মে গুজরাট টাইটান্স এবং ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা বাকি শ্রেয়স আইয়ারদের।

এদিকে আইপিএলের প্লে-অফ ২২ মে আমদাবাদে এলিমিনেটর দিয়ে শুরু হবে। তার পরে চেন্নাইতেই ২৪ মে কোয়ালিয়ার-টু এবং ২৬ মে একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্রিকেট খবর

Latest News

চন্দ্রগ্রহণের পরে পরেই রাহুর সংযোগ! মেষ থেকে মীনের জীবনে কেমন প্রভাব পড়বে লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল! এবার প্রমাণিত গবেষণায় এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির পুলিশ কমিশনার বদলের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় পুলিশকর্মীকে ঘিরে ধরে মার সম্পদের দেবতা শুক্র সরে গিয়েছেন, সকলের জীবন এধার ওধার পুরো! ‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও! জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.