কলকাতা নাইট রাইডার্স জিতলে মেন্টর গৌতম গম্ভীরকে কৃতিত্ব কেকেআর সমর্থকরা। আর হারলে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলছেন। যা নিয়ে এবার প্রবল চটেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন বিশপ। তিনি কেকেআর সমর্থকদের এই দ্বিচারিতা নিয়ে সরব হয়েছেন।
কেকেআর পয়েন্ট টেবলের শীর্ষে থাকা সত্ত্বেও, শ্রেয়স আইয়ারকে নিয়ে সমলোচনা করছেন সমর্থকেরা। আর সেই কারণেই চটে গিয়েছেন বিশপ। নিজের এক্স হ্যান্ডেলে কেকেআর সমর্থকদের একাংশকে তুলোধনা করে লিখেছেন, ‘শ্রেয়সের জন্য কোনও ভালোবাসা আছে?’
নিঃসন্দেহে গম্ভীর কেকেআর-এর জয়ের মানসিকতা ফিরিয়ে এনেছেন। তবে বিশপ শ্রেয়সের পাশে দাঁড়িয়ে তাঁর নেতৃত্বের পুরনো রেকর্ড তুলে ধরেছেন। বিশপ তাঁর একটি পোস্টে ভক্তদের জবাব দিতে গিয়ে লিখেছেন, ‘শ্রেয়স ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েছিলেন, যখন গৌতম গম্ভীর সরে দাঁড়ানোর পর ডিসি প্রথম ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছিল। এর পর দিল্লি পরবর্তী ৮টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে সিজন শেষ করে। ২০১৯ সালে ডিসি তৃতীয় হয়, ২০২০ সানে তারা দ্বিতীয় হয়। শ্রেয়সের চোটের কারণে পন্তকে অধিনায়ক করা হয়েছিল। ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি কেকেআর-এ যোগ দিয়ে সপ্তম হয়েছিল তারা। ২০২৩ সাল খেলতে পারেননি। এবার ২০২৪।’
আরও পড়ুন: KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চলেছেন নাইট শিবিরে
সমর্থকদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে বিশপ যুক্তি দিয়েছেন, ‘যখন দল জেতে গৌতম গম্ভীর প্রশংসা পায়। আর হেরে গেলে সব দায় শ্রেয়সের? হারলে গৌতম গম্ভীরের কোনও ভুল নেই?’
একজন পরামর্শদাতা হিসেবে কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার পর থেকে, গম্ভীর ডাগআউটে বেশ সক্রিয় ছিলেন, টাইমআউট এবং বিরতির সময়ে শ্রেয়স আইয়ারকে কৌশলগত সহায়তা দিচ্ছেন। রবিবার সংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে, কেকেআর পেসার হর্ষিত রানাও দলের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন গম্ভীরকে। গৌতম গম্ভীর যে ঘরানার ক্রিকেট খেলতে চান, গোটা দল সেটাই অনুসরণ করছে বলে দাবি করলেন হর্ষিত রানা।
তিনি লখনউয়ের বিরুদ্ধে জেতার পর বলেছিলেন, ‘ম্যাচের মোড় কী ভাবে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে হয়, সেটা গম্ভীর ভাল করেই জানেন। যেমন আজকের কথাই ধরুন। বোলারদের খোলা মনে খেলার পরামর্শ দিয়েছিলেন। কোথায় বল করতে হবে সে ব্যাপারে বোলারদেরই সিদ্ধান্ত নিতে বলেছিলেন। আমরা সেটাই করেছি।’
আরও পড়ুন: SRH-এর বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতের নজির স্পর্শ করার পাশাপাশি, MI- এর হয়ে ইতিহাস লিখল সূর্য
এই মুহূর্তে আইপিএলে কেকেআর বেশ ভালো অবস্থানে রয়েছে। তারা কার্যত প্লে-অফে পৌঁছেই গিয়েছে। ১১ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে নাইটরা। ৩টি ম্যাচ হেরেছে। ১৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু'বারের চ্যাম্পিয়নদের এখনও তিনটি লিগের ম্যাচ বাকি আছে। ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে নাইটরা। ১৩ মে গুজরাট টাইটান্স এবং ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা বাকি শ্রেয়স আইয়ারদের।
এদিকে আইপিএলের প্লে-অফ ২২ মে আমদাবাদে এলিমিনেটর দিয়ে শুরু হবে। তার পরে চেন্নাইতেই ২৪ মে কোয়ালিয়ার-টু এবং ২৬ মে একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।