বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > PAK vs NEP: রোহিতের বুলেট থ্রো-য়ে রান-আউট ইমাম, বাবরের ক্যাচ ছাড়ার মাশুল দিল নেপাল- ভিডিয়ো

PAK vs NEP: রোহিতের বুলেট থ্রো-য়ে রান-আউট ইমাম, বাবরের ক্যাচ ছাড়ার মাশুল দিল নেপাল- ভিডিয়ো

রান-আউট ইমাম। ছবি- টুইটার।

Pakistan vs Nepal Asia Cup 2023: রোহিত ও দীপেন্দ্রর সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন দুই পাক তারকা ইমাম উল হক ও মহম্মদ রিজওয়ান। তার পরেও নেপালের গ্রাউন্ড ফিল্ডিংকে জঘন্য বলতেই হবে।

নেপালের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে যেভাবে নিজের ভুলে রান-আউট হন মহম্মদ রিজওয়ান, কোনও কোচিং ক্যাম্পে শিক্ষানবিশ কোনও ব্যাটার ওভাবে সাজঘরে ফিরলে কোচের কাছ থেকে শাস্তি পেতে হতো নিশ্চিত। পিচের অপর প্রান্তে থাকা বাবর আজমকে রিজওয়ানের আউট হওয়ার ধরণ দেখে হতাশা প্রকাশ করতে দেখা যায়। রাগে নিজের টুপি ছুঁড়ে ফেলেন পাক দলনায়ক।

কীভাবে রান-আউট হন রিজওয়ান:-

প্রথম ইনিংসের ২৪তম ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। ২৩.৪ ওভারে সন্দীপ লামিছানের বল কভার-পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে দৌড়ন রিজওয়ান। অনায়াসে পৌঁছে যেতেন নন-স্ট্রাইকার প্রান্তে। তবে ফিল্ডার দীপেন্দ্র সিং আইরির ছোঁড়া বলে চোট এড়ানোর দিকেই নজর ছিল রিজওয়ানের। তিনি ক্রিজে ব্যাট ঠেকানোর কথা বেমালুম ভুলে যান। আইরির ছোঁড়া বল সরাসরি স্টাম্পে গিয়ে লাগে। রিজওয়ান নিজেও তখন লাফানো অবস্থায় শূন্য ছিলেন, তাঁর ব্যাটও ছিল হাওয়ায়। ফলে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় রিজওয়ানকে।

রোহিতের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ইমাম উল হক:-

রিজওয়ানের আগে রান-আউট হয়ে মাঠ ছাড়েন পাক ওপেনার ইমাম উল হক। ৪.৫ ওভারে সোমপাল কামির বলে গালি ফিল্ডারের হাত থেকে সহজ জীবনদান পান ইমাম। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৬.১ ওভারে কামির বল কভার অঞ্চলে ঠেলে দিয়েই এক রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন ইমাম। বল সরাসরি চলে যায় ফিল্ডার রোহিতের হাতে। তিনি সরাসরি থ্রোয়ে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দেন। ইমাম ক্রিজ থেকে অনেকটা বাইরে ছিলেন। ফলে ব্যক্তিগত ৫ রানের মাথায় রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ইমামকে।

আরও পড়ুন:- PAK vs NEP: মুলতানের প্রায় খালি স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ, নেটিজেনদের বিদ্রুপের মুখে PCB

বাবরের ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয় নেপালকে:-

নেপালের ফিল্ডাররা ২টি রান-আউট ছাড়াও আরও কয়েক দফায় সরাসরি বল স্টাম্পে ছুঁড়ে মারেন। তবে সার্বিকভাবে তাদের গ্রাউন্ড ফিল্ডিং ছিল জঘন্য। ইমাম ও বাবরের একটি করে ক্যাচ ছাড়েন নেপালের ফিল্ডাররা। মিসফিল্ডে সহজ সব বাউন্ডারি উপহার দেন তাঁরা। ওভার থ্রোয়ে রান উপহার দিতে দেখা যায় নেপালের ফিল্ডারদের। এমন খারাপ ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে পাকিস্তান বড় রানের ইনিংস গড়ে তোলে।

আরও পড়ুন:- CFL 2023: কলকাতা লিগের ম্যাচে মাঠে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সাদার্নের কোচ-কর্তারা, বরাতজোরে প্রাণে বাঁচলেন

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির পরে (৫৫ রানের মাথায়) জীবনদান পান বাবর আজম। জীবনদান পাওয়ার পরে তিনি অনায়াসে টপকে যান শতরানের গণ্ডি। বাবর ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি পার করার সঙ্গে সঙ্গে দলকেও পার করান ৩০০ রানের গণ্ডি। বাবর ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১৫১ রান করে আউট হন। শুরুতে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বিশ্বকাপের সব ম্যাচে হার শ্রীলঙ্কার, নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের নবমীর সাজে নজরকাড়া, শাড়ির আঁচলে ঢাকা কোয়েলের বেবি বাম্প! কবে আসছে ২য় সন্তান? উৎসবের মধ্যেই পথে নামল নাগরিক সমাজ, সিবিআই চার্জশিটের বিরুদ্ধে সিজিও অভিযান IND vs BAN 3rd T20I Live: লক্ষ্য রানের ফুলঝুরি, টস জিতে ব্যাটিং নিলেন সূর্যকুমার এবার বিসর্জনের বাবুঘাটেও উঠল স্লোগান, জাস্টিস ফর আরজি কর! পুলিশ কি এবার ধরবে? আটপৌরে শাড়িতে যেন রাজ-রানি! ঢাকের তালে সিঁদুর খেলায় মাতলেন কাজল, চলল কোলাকুলি ‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা দীপাবলির আগে রাজপুত্রের উদয়, ৩ রাশির হবে আচমকা অর্থ লাভ, মিটবে অমীমাংসিত কাজ 'আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল…' RSS প্রধান মোহন ভাগবতকে নিশানা করলেন কুণাল হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.