আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। গ্রুপ পর্বে এই দুই দলই কেউ একে অপরের মুখোমুখি হয়নি। এবারের এশিয়া কাপে এই প্রথমবার বাংলাদেশ খেলতে নামছে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে ফের একটি হাড্ডা হাড্ডি ম্যাচ উপহার পেতে চলেছে সকলে।
গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও আফগানদের বিরুদ্ধে জিতেছেন শাকিবরা। ফলে এক ম্যাচ জিতে সুপার ফোরে তারা জায়গা করে নিয়েছে। অন্যদিকে পাকিস্তান দুই ম্যাচ খেলেত তিন পয়েন্ট সংগ্রহ করে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলেও নেপালের বিরুদ্ধে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে তারা জয় পেয়েছে।
এবার বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে পাকরা। যদিও এই ম্যাচে তারাই এগিয়ে রয়েছে সবদিক থেকে। তবুও ক্রিকেট শেষ বলের খেলা, ফলে আগে থেকে কোনও কিছু বলা সম্ভব নয়। সে যাই হোক না কেন এই ম্যাচ বাংলাদেশকে হারাতে মরিয়া পাক শিবির। পাশাপাশি বাংলাদেশও প্রস্তুত। যদিও তাদের আরও এক গুরুত্বপূর্ণ ব্যাটার শান্ত গত ম্যাচে শতরান করলেও এই ম্যাচে খেলতে পারবেন না। চোটের জন্য তিনি নেই। স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে শাকিবরা।
কবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সুপার ফোরের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ:-
৬ সেপ্টেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে নামবে পাকিস্তান এবংবাংলাদেশ।
কখন শুরু হবে ম্যাচ:-
এশিয়া কাপের সব ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে। পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচটিও একই সময়ে শুরু হবে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ, ২টো ৩০ মিনিটে।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
অন্যান্য দেশে কোন চ্যানেল ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ:-
পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাচ্ছে এশিয়া কাপের ম্যাচগুলি। বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হচ্ছে টুর্নামেন্ট। ইংল্যান্ডে টিএনটি স্পোর্টস অ্যাপে দেখা যাচ্ছে খেলা। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস ও ফক্সটেল অ্যাপে খেলা দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় এশিয়া কাপ সম্প্রচারিত হচ্ছে সুপারস্পোর্ট-এ।