অজিত আগরকরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নির্বাচন কমিটি এশিয়া কাপ ২০২৩ এর জন্য ভারতীয় দল বাছাই করার সময় তিলক বর্মা, ইশান কিষান এবং শুভমন গিল-এর মতো অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ করে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে দলের প্রথম ম্যাচের একাদশ কী হবে এখন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে সকলের চিন্তা হল, রোহিত শর্মার ওপেনিং পার্টনার বাছাই করা। ৩টি বিষয় জেনে নেওয়া দরকার। টিম ইন্ডিয়ার হয়ে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন শুভমন গিল এবং ইশান কিষান। শুভমন গিল ওডিআইতে ডাবল সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিলেন। এশিয়া কাপ ২০২৩ পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। এই অবস্থায় রোহিত শর্মাকে সাহসী পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার এবং প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে সাহসী পরামর্শ দিয়েছেন এবং তিনি ২০২৩ সালের এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে ইশান কিষানকে ওপেনিং-এ দেখতে চান। ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলবেন না। যা দলের একজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের জন্য একটি অবস্থান খুলে দেয়। রাহুলের জায়গায় খেলতে ভারতীয় ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হবেন ইশান কিষান। তবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল ওপেন করার সম্ভাবনা বেশি। মিডল অর্ডারে ইশান কিষানের খেলার আশা করা হচ্ছে। তবে কৃষ্ণমাচারি শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যদি একাদশে থাকতে হয় ইশান কিষাণকে। তাঁকে ব্যাটিং-এ ওপেন করতে হবে।’
এই বিষয়ে আরও কথা বলতে গিয়ে, শ্রীকান্ত বিশ্বাস করেন যে পাকিস্তানি দলের একটি বিশ্বমানের পেস আক্রমণ রয়েছে এবং ইশান কিষানকে সেখানে গিয়ে পাকিস্তান বোলারদের আক্রমণ করার সুযোগ দেওয়া উচিত। শ্রীকান্ত বলেছেন, ‘আপনি পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন। তাদের কিছু দুর্দান্ত ফাস্ট বোলার আছে। আপনাকে সুযোগ নিতে হবে. আপনি ইশানকে লাইসেন্স দিয়েছেন বাইরে গিয়ে পাকিস্তানের বোলারদের আক্রমণ করার। সেজন্যই বলছি, সাহসী ডাক নিন এবং ইশান কিষাণকে ব্যাটিং-এ ওপেন করতে পাঠান। তাকে আক্রমণ করতে বলুন।’
টিম ইন্ডিয়ার লক্ষ্য নবম এশিয়া কাপ শিরোপা। ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল এবং এখন পর্যন্ত আটটি শিরোপা জিততে সক্ষম হয়েছে তারা। ভারতীয় দল ওডিআই এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন যা ২০১৮ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল৷ ‘মেন ইন ব্লু’ আবারও ওডিআই বিশ্বকাপের আগে তাদের নবম এশিয়া কাপ শিরোপা জেতার লক্ষ্য থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে