কদিন আগেই একটি ওরাংওটাং-কে কোলে নিয়ে নুসরত জাহানের ফোটো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নিজেই তা পোস্ট করেছিলেন অনলাইনে। বহুদিন ধরেই কটাক্ষের কারণ অভিনেত্রীর ঠোঁট। অনেকেরই মত, তিনি ফিলারের সাহায্য নিয়েছেন। যার ফলে বিগড়ে গিয়েছে ঠোঁট। ওরাং ওটাংয়ের সঙ্গে ছবিটি নিয়ে ট্রোল ঘেরা মন্তব্য এসেছিল, ‘দুজনের ঠোঁটই এক’।
নুসরতের নতুন পোস্ট:
অভিনেত্রী-প্রাক্তন সাংসদ বরাবরই ট্রোলকে হ্যান্ডেল করেন নিজের মতো করে। দেখা গেল পাউট করে ছুঁড়ে দিচ্ছেন চুমু। আর তার ক্যাপশনে তিনি জুড়লেন, ‘আমার থেকে তোমাদের জন্য…’। সঙ্গে আবার একটা চুমুর ইমোটিকন। এখন প্রশ্ন, তাহলে কি আগের ট্রোলের জবাব এভাবেই দিলেন তিনি?
আরও পড়ুন: রাঘবের অন্ধ হওয়ার সম্ভাবনা, হল চোখে অস্ত্রোপচার, খারাপ সময়ে সঙ্গে নেই পরিণীতি?
তবে ট্রোলের মুখ বন্ধ করতে পারলেন না নুসরত এবারেও। বরং নেট-নাগরিকদের নতুন টপিক তাঁর শরীর। রীতিমতো বডিশেম করা হল অভিনেত্রীকে। এমনকী, সাদা ফিনফিনে শার্টের তলায় থাকা নীল রঙের অন্তর্বাসটিকে নিয়েও করা হল নোংরা মন্তব্য।
আরও পড়ুন: পেরিয়ে গেল কোটির ঘর! ২ সপ্তাহে কত আয় মির্জার, হিসেব দিলেন অঙ্কুশ হাজরা
অনেকের আবার চোখ আটকে গেল বুকের থেকে উঁকি মারা ট্যাটুটিতে। ঠিক কী লেখা সেখানে? নুসরতের বুকে লেখা আছে VICTORY। এদিকে, নিন্দকরা দাবি করে থাকেন, ছোটবেলার কোনও গোপন প্রেমিকের নাম VICTOR-ই নাকি লিখিয়েছিলেন তিনি। পরে সেখানে জুড়ে নেন ‘Y’। তবে এসবই শোনা কথা, অভিনেত্রী অন্তত নিজের মুখে এসব নিয়ে কখনো কথা বলেনি।
আরও পড়ুন: ‘চোরের দিদি-পিসি-কাকু-ভাইপো…’, ভোটের আগে তৃণমূলকে ঠুঁকে লিখলেন ঋত্বিক? প্রশংসা হল ‘শিরদাঁড়া’র
রাজনীতি থেকে দূরে নুসরত:
দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নুসরত জাহান। ২০১৯ সালে তৃণমূলের টিকিটে জিতেছিলেন লোকসভা ভোট বসিরহাট কেন্দ্র থেকে। তবে ভোটে জিতেই চলে গিয়েছিলেন নিখিল জৈন-কে বিয়ে করতে তুরস্ককে। সেই সময় তাঁর এলাকায় দাঙ্গা। এরপরেও একাধিকবার অশান্ত হয়েছে বসিরহাট, তবে দেখা মেলেনি নুসরত জাহানের। দলের লোকেরাই একসময় নিখোঁজ পোস্টার সাঁটিয়ে দিয়েছিল গলিতে-গলিতে।
এরপর সন্দেশখালি অগ্নিগর্ভ হয়ে পড়ে যখন, তখনও নুসরত ছিলেন নিজের মেজাজে। কখনও শ্যুট, কখনও যশের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে-র সেলিব্রেশনের কারণে বেজায় কটাক্ষ চলে। এরপর ২০২৪ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা সামনে এলেই দেখা যায়, তৃণমূল থেকেই ছেঁটে ফেলা হয়েছে অভিনেত্রীকে। বসিরহাটে ভূমিপুত্র হাজি নুরুলকে দেওয়া হয়েছে টিকিট। এই নিয়ে যেমন কোনও কথা বলেননি তিনি, তেমনই নিজেকে ভোটের প্রচারের সব কাজ থেকেও সরিয়ে রেখেছেন।