সেই বহুপ্রতীক্ষিত সকালটা এসে গেল। আর কিছুক্ষণ পরেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথমে সকাল ৯ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন পর্ষদের কর্তারা। সার্বিকভাবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে, কে বা কারা প্রথম হয়েছে, পাশের হার কত, জেলাভিত্তিক পাশের হারের মতো বিভিন্ন তথ্য জানানো হবে। তারপর সকাল ৯ টা ৪৫ মিনিট ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকেও দেখতে পারবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
কীভাবে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে হবে?
১) ২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট দেখতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় (bangla.hindustantimes.com) আসুন।
২) হোমপেজে ‘পরীক্ষার রেজাল্ট’ দেখা যাবে। ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে দুটি অপশন দেখতে পাবেন - '10th Board Results' এবং '12th Board Results'। মাধ্যমিক পরীক্ষা হওয়ায় '10th Board Results' বেছে নিন। ওই লিঙ্কে ক্লিক করুন।
৪) ফের একটি নতুন পেজ খুলে যাবে। তাতে মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ফেলুন। আর ‘Submit’-তে ক্লিক করুন। তাহলেই স্ক্রিনে ২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। কোন বিষয়ে কত পেয়েছে সংশ্লিষ্ট পড়ুয়া, তাও দেখিয়ে দেওয়া হবে।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ইতিবৃত্ত- একনজরে
১) আগেরবার মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ।
২) ২০২৩ সালের মাধ্যমিকে প্রথম হয়েছিল পূর্ব বর্ধমানের দেবদত্তা মাজি। প্রাপ্ত নম্বর ছিল ৬৯৭। দ্বিতীয় হয়েছিল দু'জন। আর ছ'জন তৃতীয় হয়েছিল।
৩) আগেরবারের মাধ্যমিকে প্রথম পত্রে ৯০ বা তার বেশি নম্বর (গ্রেড ‘AA’) পেয়েছিল ১৬,৪৮৯ জন। দ্বিতীয় পত্রে গ্রেড ‘AA’ পেয়েছিল ১১,২২৯ জন পরীক্ষার্থী।
৪) অঙ্কে ১২,৯৫১ জন পড়ুয়া ৯০ বা তার বেশি নম্বর পেয়েছিল। ভৌতবিজ্ঞানে গ্রেড ‘AA’ পাওয়া পড়ুয়ার সংখ্যা ছিল ১৭,৩৫৭। জীবনবিজ্ঞানে ৯০ বা তার বেশি নম্বর পেয়েছিল ২৬,৩৭৯ জন।
৫) ইতিহাসে ৯০ বা তার বেশি নম্বর পেয়েছিল ৯,২২৩ জন পরীক্ষার্থী। আর যে বিষয়ে সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া ৯০ বা তার বেশি নম্বর পেয়েছিল, সেটা হল ভূগোল। ৩১,২৯৪ জন পরীক্ষার্থী গ্রেড ‘AA’ পেয়েছিল।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার অন্যান্য দুটি ওয়েবসাইটের বিবরণ
১) wbbse.wb.gov.in
২) wbresults.nic.in