বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > শ্রীলঙ্কা ১২ জনে খেলেছে! কেন এমন বললেন মালিঙ্গা? দুনিথকে নিয়ে করলেন বড় ভবিষ্যদ্বাণী

শ্রীলঙ্কা ১২ জনে খেলেছে! কেন এমন বললেন মালিঙ্গা? দুনিথকে নিয়ে করলেন বড় ভবিষ্যদ্বাণী

দুনিথ ওয়েলালাগেকে নিয়ে লসিথ মালিঙ্গার ভবিষ্যদ্বাণী (ছবি-এক্স)

আসলে লসিথ মালিঙ্গা নিজের এক্সে লিখেছেন যে, ‘বলা ভালো যে শ্রীলঙ্কা আজ ১২ জন খেলোয়াড়ের সঙ্গে মাঠে খেলতে নেমেছিল। দুনিথ কতটা ভালো ছিলেন সেটা তাঁর পারফরমেন্স দেখলেই বোঝা যাবে। আমি বিশ্বাস করি সে আগামী এক দশকের মধ্যে ওয়ানডেতে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে সে।’

মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। দুই দলের মধ্যকার এই ম্যাচটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। আপনাদের বলে রাখি এই ম্যাচে টিম ইন্ডিয়া ৪১ রানে জিতেছে। ভারতের বিরুদ্ধে খেলায় শ্রীলঙ্কান বোলারদের পারফরম্যান্স ছিল বিস্ময়কর। বিশেষ করে টিম ইন্ডিয়ার অর্ধেক খেলোয়াড়কে আউট করে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। শ্রীলঙ্কার তরুণ এই তারকা এককভাবে প্যাভিলিয়নের পথ দেখান ভারতের শীর্ষ সারির পাঁচ ব্যাটারকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়ার উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। শ্রীলঙ্কার পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দুনিথ ওয়েলালাগের প্রশংসা করেছিলেন শ্রীলঙ্কা দলের প্রাক্তন খেলোয়াড় লসিথ মালিঙ্গা।

আসলে লসিথ মালিঙ্গা নিজের এক্সে লিখেছেন যে, ‘বলা ভালো যে শ্রীলঙ্কা আজ ১২ জন খেলোয়াড়ের সঙ্গে মাঠে খেলতে নেমেছিল। দুনিথ কতটা ভালো ছিলেন সেটা তাঁর পারফরমেন্স দেখলেই বোঝা যাবে। নিজের তরুণ কাঁধে সে দুর্দান্ত অলরাউন্ড দক্ষতা দেখিয়েছে ও, তাতে করে সে নিজের প্রতিভার প্রদর্শন করছে। আমি বিশ্বাস করি সে আগামী এক দশকের মধ্যে ওয়ানডেতে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে সে।’

আসুন আমরা আপনাকে বলি যে ভারতের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করেছিলেন দুনিথ। পাকিস্তানের দুর্দান্ত ব্যাটসম্যান বাবর আজমের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা বলেছিলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার। দুনিথ ওয়েলালাগে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে, যদিও ফলাফল তাদের পক্ষে যায়নি, তবু সে মাঠে নিজের পারফরম্যান্সের জন্য গর্বিত। তিনি আরও লিখেছেন, ‘আমি বাবর আজমের কাছ থেকে শিখেছি, তার যাত্রা এবং উৎসর্গ আমাকে অনুপ্রাণিত করবে। আমরা এগিয়ে যেতে থাকব এবং জয়ের জন্য চেষ্টা করব।’

ভারতের বিরুদ্ধে খেলায় শ্রীলঙ্কাকে ৪১ রানে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। এই ম্যাচে ভারত ১০ উইকেট হারিয়ে ২১৩ রান করলেও শ্রীলঙ্কা দল ১০ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান করতে পারে। এদিনের ম্যাচে দুনিথ ওয়েলালাগে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পরে ব্যাট হাতে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছিলেন। এখন দেখার মালিঙ্গার ভবিষ্যদ্বাণী কতটা মেলে।

বন্ধ করুন