শুভব্রত মুখার্জি: এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে শনিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান দুই দল। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে মুখোমুখি হয় এই দুই দল। খেলার আগেই বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাসকে বাস্তব করে ম্যাচে বারবার বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। ম্যাচে প্রথমবার বৃষ্টি হয় ভারতীয় ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যেই। ম্যাচে তখন বৃষ্টি প্রথমবার হানা দেয়। ফলে ভারতীয় ওপেনার শুভমন গিল এবং অপর ওপেনার তথা অধিনায়ক রোহিত শর্মাকেও গিয়ে বসতে হয় ডাগ আউটে। সেখানে বসে যখন তাঁরা অপেক্ষা করছিলেন। ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা করছিলেন তখনই ব্রডকাস্টারের এক ক্যামেরাম্যান তাদেরকে রেকর্ড করতে থাকেন। বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে যান ভারত অধিনায়ক। তিনি ক্যামেরাম্যানকে রেকর্ডিং বন্ধ করার কথা বলেন।
যখন প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হয় তখন ভারতের স্কোর ১৫ রানে শূন্য উইকেট।রোহিত শর্মা ১১ রানে বল করছেন। দুই পাক বোলার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ তখন বল হাতে আগুন ঝরাচ্ছেন। বল দুই দিকে কার্যত মুভ করছে তখন। সেই সময়ে বৃষ্টি আসে এবং ডাগ আউটে ফিরে যান রোহিত। ব্রডকাস্টারের ক্যামেরামম্যান সেখানেই অনবরত তাঁকে রেকর্ড করছিলেন। বিরক্ত হয়ে রোহিত শর্মাকে বলতে শোনা যায় 'আরে এক মিনিট ইয়ার' মানে বন্ধু কি করছ? একটা মিনিট দাঁড়াও। ক্যামেরাম্যানকে রেকর্ডিং বন্ধ করতে বলেন তিনি। সেই ভিডিয়ো ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত চার বছরে এই প্রথমবার কোন ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শেষবার ২০১৯ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল তাঁরা। এদিন রোহিত যখন ক্যামেরাম্যানকে রেকর্ডিং বন্ধ করতে বলেন তখন সেই ফুটেজ গোটা ক্রিকেট বিশ্বে দেখানো হচ্ছিল। ফলে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় রোহিতের সেই মুহূর্ত। এদিন রোহিত শর্মা ভালো শুরু করেন। শাহিন শাহ আফ্রিদিকে দুটি চারও মারেন। তবে বৃষ্টিতে তাঁর মনোসংযোগ নষ্ট হয়। ফিরে এসেই শাহিনের ইনসুইং বল সামলাতে না পেরে বোল্ড হয়ে যান ‘হিটম্যান’।