UGC NET 2024 পরীক্ষা স্থগিত: ন্যাশনাল টেস্টিং এজেন্সি UGC-NET পরীক্ষা 2024 এবার ১৬ জুন তারিখে হওয়ার কথা ছিল। সেটা এবার ১৮ জুন হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামিদালা জগদীশ কুমার এ তথ্য জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রার্থীদের মতামত বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিও জারি করা হবে।
তিনি লিখেছেন, 'প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং ইউজিসি ইউজিসি-নেট ১৬ জুন না হয়ে সেটা (রবিবার)১৮ জুন ২০২৪ (মঙ্গলবার) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ একদিনে ভারত জুড়ে ওএমআর মোডে ইউজিসি-নেট পরিচালনা করবে। এনটিএ শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে।
উল্লেখযোগ্যভাবে, ইউজিসি-নেট পরীক্ষা কেবল ওএমআর-ভিত্তিক মোডে পরিচালিত হবে এবং প্রশ্নপত্রের মাধ্যমটি ভাষার কাগজ বাদে ইংরেজি এবং হিন্দিতে হবে।
এছাড়া টেস্টে দুটি পেপার থাকবে, দুটিতেই থাকবে অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস প্রশ্ন। কাগজপত্রের মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রতিটি পত্রের পরীক্ষার সময়কাল৩ ঘন্টা।
এই ইউজিসি পরীক্ষা জুনিয়র রিসার্ট ফেলোশিপ, অ্য়াসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিয়োগের ক্ষেত্রে পিএইচডি করার ক্ষেত্রে এই পরীক্ষায় বসতে হয়। তবে প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন ওয়েবসাইটে গিয়ে এই তারিখে বিষয়টি নিশ্চিত করে নেন। এই পরীক্ষায় বসার ক্ষেত্রে মাস্টার্সে ৫৫ শতাংশ নম্বর পাওয়া দরকার। তবে ওবিসি, এসসি, এসটি, বিশেষভাবে সক্ষমদের জন্য় নম্বরের কিছুটা ছাড় রয়েছে। তাদের ৫০ শতাংশ পেলেও হবে। মনে করা হচ্ছে ইউপিএসসি প্রিলির তারিখের সঙ্গে যাতে সমস্যা না হয় সেকারণেই সম্ভবত ইউজিসি নেটের পরীক্ষার দিন বদলে দেওয়া হল।