বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs PAK, 2nd Test: বৃষ্টিবিঘ্নিত টেস্টে প্রথম দিনই অজিদের চাপে ফেলল পাক বোলাররা, তবে বাবরদের ফিল্ডিং হতাশাজনক

AUS vs PAK, 2nd Test: বৃষ্টিবিঘ্নিত টেস্টে প্রথম দিনই অজিদের চাপে ফেলল পাক বোলাররা, তবে বাবরদের ফিল্ডিং হতাশাজনক

বৃষ্টির কারণে প্রথম দিন মাত্র ৬৬ ওভার হল খেলা। ছবি: এএফপি

বৃষ্টি পাকিস্তানকে নিরাশ করে। কারণ মাত্র ৬৬ ওভার খেলা হওয়ায়, অজিদের উপর প্রথম দিনই আরও চাপ বাড়াতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের বোলাররা এদিন ৩ উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১৮৭ রান তুলে।

পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার এখনও পাকিস্তানের মনে গভীর ক্ষত তৈরি করে রেখেছে। প্রথম টেস্টে পাকিস্তানের ব্যাটাররা তো হতাশ করেইছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। তবে ব্যাটিংয়ের পাশাপাসি সেই ম্যাচে পাক বোলারদের পারফরম্যান্স নিয়েও তীব্র সমালোচনা হয়। প্রথম টেস্টে ৩৬০ রানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে শাহিন শাহ আফ্রিদিদের গতি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস। এমন কী অজি তারকা পেসার মিচেল স্টার্কও পাকিস্তানি পেসারদের গতি কমে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন।

সেই হারের হতাশার রেশ কাটার আগেই মঙ্গল বার (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্নে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় টেস্ট। তবে এই টেস্টের প্রথম দিনই বৃষ্টি ভাসিয়েছে। মাত্র ৬৬ ওভার খেলা হয়েছে। তার মধ্যেই অবশ্য পাকিস্তানের বোলাররা দারুণ বোলিং করলেন। আকাশ মেঘলা দেখেই টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানি পেসাররা হতাশ করেননি অধিনায়ককে। শাহিন আফ্রিদি, মির হামজা, হাসান আলি এবং আমের জামালরা পরিবেশ পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে অজি ব্যাটারদের একেবারে চেপে ধরেন। তবে বৃষ্টি পাকিস্তানের বোলারদের নিরাশ করে। কারণ মাত্র ৬৬ ওভার খেলা হওয়ায়, অজিদের উপর প্রথম দিনই আরও চাপ বাড়াতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের বোলাররা এদিন ৩ উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১৮৭ রান তুলে।

আরও পড়ুন: বড় শাস্তি পেলেন তিন আফগান তারকা, 2024 IPL-এর আগে কপাল পুড়ল KKR, LSG, SRH-এর

চা–বিরতির আগেই পূর্বাভাস মেনে বৃষ্টি এসে খেলা থামিয়ে দেওয়ার আগেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। বিদায়ী সিরিজ খেলা ডেভিড ওয়ার্নার ফেরেন প্রথম সেশনে। তাঁর আউটেই শেষ হয় প্রথম সেশনের খেলা। ২৮তম ওভারের প্রথম বলে এই বাঁহাতি যখন ফিরলেন অস্ট্রেলিয়ার রান ৯০। ৮৩ বলে ৩৮ করে আগা সলমনের বলে বাবর আজমকে ক্যাচ দেন ওয়ার্নার। লাঞ্চের পর ৬ ওভারের মধ্যেই পড়ে যায় দ্বিতীয় উইকেট। ওয়ার্নারের সঙ্গী উসমান খোয়াজাও সাজঘরে ফেরেন। দলের রান তখন ১০৮। জুতোয় দুই মেয়ের নাম লিখে ব্যাট করতে নেমেছিলেন অজি ওপেনার।

এর আগে তাঁর জুতোয় এবং ব্যাটে কালো ঘুঘু পাখির ছবি লাগিয়ে নামাতেও নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। প্রথম টেস্টে কালো আর্মব্যান্ড পরার জন্য খোয়াজাকে তিরস্কৃত করেছিল আইসিসি। আর পার্থ টেস্টের আগে অনুশীলনে উসমান খোয়াজার জুতোয় লেখাছিল, ‘স্বাধীনতা মানুষের অধিকার’ এবং ‘সব মানুষের জীবনের দাম সমান।’ গাজe হামলার কথা মাথায় রেখেই এই বার্তা দিতে চেয়েছিলেন অজি ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সেই জুতো পরার কথা ভেবেছিলেন খোয়াজা। কিন্তু আইসিসি-র নিয়মের বাধায় তা সম্ভব হয়নি। এবার তাই নিজের দুই মেয়ে আইশা ও আয়লার নাম নিজের জুতোয় লিখে খেলতে নামেন খোয়াজা।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি উত্তর পাবেন- 2024 T20 WC খেলা নিয়ে সাংবাদিকদের কী ইঙ্গিত দিলেন রোহিত?

অজিদের তৃতীয় উইকেট পড়ে স্টিভ স্মিথের। তিনি এই টেস্টে ব্যর্থ। ৭৫ বল খেলে ২৬ করে তিনি আউট হয়ে যান। খোয়াজা আউট হওয়ার পরে অবশ্য বৃষ্টি এসে খেলা থামিয়ে দেওয়ার আগে দলের রান ১১৪ পর্যন্ত নিয়ে যান মার্নাস ল্যাবুশেন এবং স্টিভ স্মিথ। তৃতীয় সেশনের আগে আর খেলা শুরু করা যায়নি। খেলা আবার শুরু হওয়ার পর প্রথম একটা ঘণ্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন ল্যাবুশেন এবং স্টিভ স্মিথ। জলপানের বিরতির পর স্মিথকে ফেরান আমের জামাল। স্মিথের ব্যাটের কিনারা ছুঁয়ে উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দী হয় বল। পাকিস্তানিদের আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়েই উইকেটটি পায় পাকিস্তান। ল্যাবুশেন দিনের শেষে ৪৪ করে অপরাজিত রয়েছেন। এদিকে দিনের শেষ ওভারে স্লিপে ক্যাচ তুলেও বেঁচে যাওয়া ট্র্যাভিস হেড দিন শেষ করেছেন ৯ রান তুলে।

তবে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে কিন্তু হতাশা থেকেই যাচ্ছে। ওয়ার্নারের ক্যাচ দু'বার ফেলেছে তারা। ক্যাচ মিস করেছে ট্র্যাভিস হেডেরও। না হলে হয়তো আরও খারাপ জায়গায় অজিরা থাকত। যাইহোক পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন হাসান আলি, আগাল সলমন, আমের জামাল।

ক্রিকেট খবর

Latest News

ভারতে কি 'ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ' ভিত্তিতে বণ্টন হবে স্যাটেলাইট স্পেকট্রাম? ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল IND vs AUS 3rd Test Day 1 Live: ব্রিসবেন টেস্টে বৃষ্টির জন্য শুরুতেই থমকাল খেলা সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল অবশেষে মুক্তি! স্ত্রীর হাতে হাত,পাশে সহকর্মীরা, বেরিয়ে এলেন অভিজিৎ মণ্ডল কলকাতায় আসতে হবে না, শিলিগুড়িতেই মিষ্টি হাবের প্রস্তাব, আর কোন ইউনিট হবে? রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ দুশ্চিন্তা বাড়ল লালহলুদে! ACLর চোটে গোটা মরশুম আর খেলতে পারবেন না মাদিহ তালাল… 'পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে’,বাংলাদেশে ইসকনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাধারমন দাস

IPL 2025 News in Bangla

রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.