শুভব্রত মুখার্জি:- পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান দুই দল। ম্যাচ শুরুর আগেই আইসিসির তরফে অজি ওপেনার উসমান খোয়াজাকে সতর্ক করে বলে দেওয়া হয়েছিল যে প্যালেস্তাইন নিয়ে কোনও রকম কোন বার্তা তিনি ম্যাচ চলাকালীন মাঠে দিতে পারবেন না। উসমান খোয়াজা আইসিসির নিষেধাজ্ঞা মেনে সে রকম কোন বার্তা তাঁর জুতোতে লিখে মাঠে প্রবেশ করেননি। যদিও তিনি স্পেশাল বার্তা লেখা জুতো আগেই প্রস্তুত রেখেছিলেন। তবে তা মাঠে পরে নামেননি। তবে খোয়াজা যে বার্তা তাঁর জুতোতে লিখেছিলেন সেই বার্তা লেখা একটি ব্যানার নিয়ে রবিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে ঢুকে পড়েন এক দর্শক। আর প্যালেস্তাইন নিয়ে বার্তাবহ ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করায় তাঁকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
চতুর্থ দিনের খেলা চলার সময়ে অপ্টাস স্টেডিয়ামে ঘটেছে এই ঘটনাটি। খোয়াজা বেশ কিছু বার্তা এই টেস্টে সবাইকে দিতে চেয়েছিলেন। সেই বার্তা ব্যানারে লিখে আনেন এক সমর্থক। তিনি লেখেন, ‘অল লাইভস আর ইকুয়্যাল অর্থাৎ সমস্ত জীবন সমান। ফ্রিডম ইজ অ্যা হিউম্যান রাইটস মানে স্বাধীনতা সমস্ত মানুষের অধিকার।’ ইজরায়েল এবং প্যালেস্তাইনের রক্তক্ষয়ী লড়াই চলছে। এই লড়াইতে মারা গিয়েছেন প্রচুর মানুষ। মারা গিয়েছেন বাচ্চা, বুড়ো, মহিলা সহ একাধিক মানুষ। সেই রক্তক্ষয়ী সংগ্রাম থামাতেই বিভিন্ন মহল থেকে দেওয়া হচ্ছে বার্তা। ক্রীড়াঙ্গনও তাঁর ব্যতিক্রম নয়।
আইসিসির তরফে ম্যাচের আগেই খোয়াজাকে জানিয়ে দেওয়া হয়, ‘রাজনৈতিক, ধর্মীয় এবং জাতি নিয়ে দেওয়া কোন বার্তা সহ ক্রিকেট মাঠে খেলতে নামাকে আইসিসির তরফে অনুমতি দেওয়া হবে না।’ ঘটনাচক্রে উল্লেখ্য এই বছরেই ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের ফাইনালেও একই ঘটনা ঘটেছিল। ভারতের ব্যাটিংয়ের সময়ে এক যুবক প্যালেস্তাইনের প্রতি সমর্থন জানানো বার্তা সহ একটি টি-শার্ট পড়ে মাঠে ঢুকে পড়েন। এরপরে সেই ভক্ত বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। যদিও পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠে থেকে বার করে দেন। পরবর্তীতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুজরাট পুলিশ। এদিনের ম্যাচে পাকিস্তানকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে পার্থ টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া দল। টেস্টে নিজের কেরিয়ারের ৫০০ তম উইকেট এই ম্যাচেই নিয়েছেন নাথান লিয়ন।