Australia vs West Indies 2nd T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ দখল করল অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচটাও জিতেছিল। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো সেঞ্চুরির দৌলতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ১১ রানে জিতেছিল স্বাগতিকরা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দুই দল।
দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের কথা বলতে গেলে, গ্লেন ম্যাক্সওয়েলের ১২০ রানের ঝোড়ো ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪১ রান তুলেছিল। অস্ট্রেলিয়ার হয়ে টিম ডেভিড ১৪ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ ১২ বলে ২৯ রান করে আউট হন। একই সময়ে, ওয়েস্ট ইন্ডিজ দল যখন ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল, একবারও এমন পরিস্থিতি দেখা যায়নি যখন মনে হয়েছিল যে ক্যারিবিয়ান দল সিরিজে সমতা করতে পারে। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত দলটি হেরে যায়।
ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার খেলে ২০০র বেশি রান করলেও ৩৪ রানে পিছিয়ে থাকে দলটি। রোভম্যান পাওয়েল ৩৬ বলে ৬৩ রান করেন এবং আন্দ্রে রাসেল ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। এই সময়ে রোভম্যান পাওয়েল পাঁচটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন। আন্দ্রে রাসেল জের ইনিংসে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকান। জেসন হোল্ডার ১৬ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন এবং জনসন চার্লস ১১ বলে করেন ২৪ রানে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টইনিস ৩টি উইকেট শিকার করেন এবং ২টি করে উইকেট পান স্পেনসার জনসন ও জোশ হেজেলউড।
এদিনের ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার সর্বাধিক শতরান করার রেকর্ড ছুঁয়ে ফেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি এদিন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি করে রোহিতের রেকর্ডটি ছুঁয়ে ফেলেন। এছাড়াও আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে চার নম্বরে নেমে সর্বাধিক রানের রেকর্ডটিও নিজের নামে করেন। এ ক্ষেত্রে তিনি সূর্যকুমার যাদবের রেকর্ডটিকে পিছনে ফেলে দেন। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে ক্যারিবিয়ান দল সাদা বলের খেলায় অন্তত একটি ম্যাচ জেতার চেষ্টা করবে।