প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হার। সিরিজে সমতা ফেরাতে পারলো না অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমের পর তিরুবনন্তপুরমেও ভারতীয় ব্যাটারদের সামনে মাথানত করল বোলিং বিভাগ। যার জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত। এদিন ভারতীয় ব্যাটারদের সামনে দিশেহারা দেখায় অস্ট্রেলিয়ার বোলারদের। যশস্বী, ইশান, রুতুরাজ, রিঙ্কুদের দাপটে গড়ে ওঠে রানের পাহাড়। যা তাড়া করতে গিয়ে হাবুডুবু খান অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তবে পরপর দুটি ম্যাচ হারের পরেও দলের প্রশংসা করেছেন অন্তবর্তীকালীন কোচ আন্দ্রে বোরোভেক। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অস্ট্রেলিয়া এই সিরিজে এখনও পর্যন্ত জয় না পেলেও আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভালোভাবেই প্রস্তুত হয়ে যাচ্ছে। স্টিভ স্মিথের ওপেনিং করা এবং অ্যাডাম জাম্পা ও তনবীর সাঙ্গা স্পিন জুটি টি-২০ বিশ্বকাপে বেশ ভালো প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি।
রবিবার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এদিন প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে সূর্যকুমার যাদবরা। জবাবে রান তাড়া করতে নেমে প্রথম থেকে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। পরে আক্রমণাত্মক ব্যাটিং করলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। তবে ম্যাথিউ ওয়েডদের এই পারফরমেন্স নিয়ে সম্পূর্ণভাবে সন্তুষ্ট দলের অন্তবর্তীকালীন কোচ আন্দ্রে বোরোভেক।
এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন স্টিভ স্মিথকে দিয়ে ওপেনিং করানোর সুযোগ এই সিরিজে পেয়েছে দল। অজি কোচ বলেন, 'এই সিরিজের আগে আমাদের পরিকল্পনা ছিল স্মিথকে দিয়ে ওপেন করানোর। আমরা সেই সুযোগটা পেয়েছি এবং স্মিথ নিজের দায়িত্বটা বেশ ভালো পালন করে চলেছে।' এছাড়াও তিনি অ্যাডাম জাম্পা ও তনবীর সাঙ্গা জুটির প্রশংসা করেন। বোরোভেক জানান, 'অ্যাডাম ও তনবীর দু'জনেই খুব ভালো বলার ওরা দু'জনেই সেই কাজটা করে দেখিয়েছে যেটা আমরা ওদের থেকে চেয়েছিলাম। ওরম 'হাই স্কোরিং' ম্যাচে দু'জনে ইকনোমিকাল বোলিং করেছে।'
এছাড়াও অস্ট্রেলিয়া স্ট্যান্ড-ইন কোচকে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, 'দেখুন টি-২০ বিশ্বকাপের আগে আমাদের হাতে রয়েছে আর মাত্র ১০টি ম্যাচ এবং আমাদের যে আসল স্তম্ভ ব্যাটিং, সেটা এই মুহূর্তে খুব ভালো কঠিন এই মুহূর্তে। যদি কোথাও কোনও ভুল থাকে বা খুঁত থাকে, সেটার উপর আমরা কাজ করবো এবং শুধরে নেব। তবে এই মুহূর্তে যেরকম ব্যাটিংয়ের উপহার আমরা পাচ্ছি, তাতে আমরা সত্যিই খুশি। দ্রুত উইকেট পরা সত্ত্বেও যেভাবে আমাদের ছেলেরা শেষের দিকে মারকুটে খেলা দেখিয়েছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। শুধু প্রথম থেকে উইকেটটা বেশি পড়ে যায়, নাহলে বাকি যা খেলা ওরা দেখিয়েছে, তাতে আমি ওদের মধ্যে কোন ভুল খুঁজে পাইনি।'
উল্লেখ্য, এদিন টসে জিতে সূর্যকুমার যাদবদের প্রথমে ব্যাট করতে পাঠায় ম্যাথিউ ওয়েড। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে ভারত। অর্ধশতরান করেন দুই ওপেনার যশস্বী জসওয়াল (৫৩) এবং রুতুরাজ গায়কোয়াড় (৫৮)। ইশান কিষানও করেন অর্ধশতরান। তাঁর সংগ্রহ ৫২। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান নেথান এলিস এবং একটি উইকেট পান মার্কাস স্টইনিস। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তলে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান রবি বিষ্ণোই ও প্রসিধ কৃষ্ণা এবং একটি করে উইকেট পান আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। ম্যাচের সেরা হন যশস্বী জসওয়াল। এবার সিরিজের তৃতীয় ম্যাচটি খেলা হবে গুয়াহাটিতে মঙ্গলবার ২৮শে নভেম্বর।