বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs WI: গাব্বাতে দ্বিতীয় দিনে WI এগিয়ে থাকলেও চন্দ্রপলের কাঁটা উপড়ে AUS-কে লড়াইয়ে ফেরালেন হেজেলউ

AUS vs WI: গাব্বাতে দ্বিতীয় দিনে WI এগিয়ে থাকলেও চন্দ্রপলের কাঁটা উপড়ে AUS-কে লড়াইয়ে ফেরালেন হেজেলউ

উইকেট নেওয়ার পর হেজেলউড। ছবি-এএফপি (AFP)

গাব্বাতে মোটেই ভালো ফর্মে নেই অস্ট্রেলিয়া। বেশ চাপেই রয়েছে তারা। তবে দ্বিতীয় দিনের শেষে হেজেলউডের বলে কিছুটা হলেও ম্যাচে কামব্যাক করল বলা চলে।

শুভব্রত মুখার্জি:- ব্রিসবেন গাব্বা বরাবরের দুর্গ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া দলের কাছে। ২০২১ সালে কার্যত তরুণ ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল সেই দুর্গ ভেঙে জয় ছিনিয়ে নিয়ে ২-১ ফলে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল। বর্তমানে দীর্ঘদিন বাদে ক্যারিবিয়ান দল গিয়েছে অস্ট্রেলিয়া সফরে। তারাও কার্যত তরুণ দল নিয়েই গিয়েছে অজিদের বিরুদ্ধে টেস্ট খেলতে। আর গাব্বাতে দ্বিতীয় দিনের শেষে যে লড়াইটা তারা অজি শিবিরকে ফিরিয়ে দিয়েছে তাতে ফের একবার ঋষভ পন্ত এবং ভারতীয় দলের লড়াই মনে পড়তে বাধ্য। ক্রেগ ব্রাথওয়েটের দল দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে ৩৫ রানে। তাদের হাতে রয়েছে এখনো নয়টি উইকেট। দিনের শেষে যদিও তাদের অল্প হলেও ধাক্কা দিয়েছে অস্ট্রেলিয়া।

অজি পেসার জোস হেজেলউড দিনের শেষবেলায় তেগনারায়ণ চন্দ্রপলের উইকেটটি তুলে নিয়ে অজিদেরকে কিছুটা হলেও ম্যাচে ফিরিয়েছেন। অত্যন্ত ব্যাটের কানায় অত্যন্ত সূক্ষ্মভাবে লাগে বল। আর তা তালুবন্দি করে চন্দ্রপলকে সাজঘরের রাস্তা দেখান কিপার অ্যালেক্স ক্যারি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দলের স্কোর ১ উইকেট হারিয়ে ১৩ রান। ২৬ বল খেলে চার রান করে আউট হয়েছেন চন্দ্রপল। উইকেটে অপরাজিত রয়েছেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। ২০ বল খেলে ৩ রানে অপরাজিত আছেন তিনি। চন্দ্রপল আউট হয়ে যাওয়ার পরেই ক্যারিবিয়ান দ্বিতীয় ইনিংসে ৭.৩ ওভার বল হয়ে যাওয়ার পরেই দ্বিতীয় দিনের খেলা শেষের ঘোষণা দেন অনফিল্ড আম্পায়াররা।

প্রসঙ্গত এই টেস্টে প্রথমে ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা প্রথম ইনিংসে ৩১১ রান করেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন জসুয়া দ্য সিলভা। এছাড়াও ৭১ রানের একটি সুন্দর ইনিংস খেলেছেন কাভেম হজ। কেভিন সিনক্লেয়ারও করেছেন অনবদ্য ৫০ রান। জবাবে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে অজিরা ৯ উইকেটে ২৮৯ রান থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এদিন অজি ব্যাটিংকে একটা সময়ে চেপে ধরেছিলেন ক্যারিবিয়ান পেসাররা। আলজারি জোসেফ, কিমার রোচদের দাপটে একটা সময়ে অজিদের স্কোর ছিল ৫৪ রানে পাঁচ উইকেট। তারপরে ৬ উইকেটে স্কোর দাঁড়ায় ১৫০।

অজিদের হয়ে এদিন ব্যাট হাতে লড়াইটা করেছেন মূলত তিনজন। ওপেনার উসমান খোয়াজা, কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং অধিনায়ক প্যাট কামিন্স। খোয়াজা দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ১৩১ বলে। মেরেছেন ১০টি চার। আক্রমণাত্মক ভঙ্গীমায় ব্যাট করেছেন ক্যারি। তিনি মাত্র ৪৯ বলে করেছেন ৬৫ রান। মেরেছেন ৯টি চার এবং ১টি ছয়। অধিনায়ক কামিন্স ৭৩ বলে ৬৪ রান করে অপরাজিত থেকেছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং একটি ছয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ৮৪ রান দিয়ে ৪ টি এবং কিমার রোচ ৪৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত ম্যাচে ৩৫ রানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। তাদের হাতে রয়েছে ৯টি উইকেট।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.