সম্প্রতি ব্যাট হাতে বিশেষ সাফল্য পাননি পাকিস্তানের তারকা ব্যাটার, তথা প্রাক্তন অধিনায়ক, বাবর আজম। বিশ্বকাপ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, কোনটিতেই দাগ কাটতে সফল হননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টে ৬ ইনিংস মিলিয়ে তাঁর মোট সংগ্রহ ১২৬ রান এবং এতে নেই একটিও অর্ধশতরান। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া প্রাক্তন পাক অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজকে পাখির চোখ করে নেটে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন বাবর। তবে এদিন নেট থেকে উঠে এলো একটি ভয়ঙ্কর চিত্র। ব্যাটিং চলাকালীন, তাঁর একটি শট লাগে দলের বোলিং কোচ সইদ আজমলের, যা দেখে কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায় সেখানে উপস্থিত সকল পাক ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে চরমভাবে ব্যর্থ হয়েছে শান মাসুদ ও তাঁর বাহিনী। একেবারে ৩-০ ফলাফলে হেরেছে তারা সিরিজ। এমনকী এই সিরিজে একেবারেই ভালো পারফরম্যান্স আসেনি বাবর আজমের থেকে। রীতিমতো দিশাহীন দেখায় তাঁকে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। অধিকাংশ ইনিংসেই তিনি চোখের নিমেষে ফিরে গেছেন প্যাভিলিয়নে, যার জেরে চরম কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য নিজেকে সবদিক দিয়ে প্রস্তুত করছেন তিনি। তবে এই প্রস্তুতি চলাকালীন এদিন বাবরের একটি শট সজোরে লাগে দলের বোলিং কোচ আজমলের। তা দেখে কিছুক্ষণের জন্য ঘাবড়ে যায় দলের সব ক্রিকেটাররা। এই ভিডিয়োটি ভাইরাল হতেই, ক্রিকেটপ্রেমীরা লাফিয়ে পড়েন কমেন্ট করতে। অধিকাংশেরই মত কিউই বাহিনীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে বাবর।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে এই ফরম্যাটে জন্য নির্বাচিত পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। দলীয় সূত্র জানা গিয়েছে এই সিরিজে মহম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তরুণ ক্রিকেটার সাইম আইয়ুবকে। অন্যদিকে, বাবর আজম ও জামানকে ব্যাট করতে দেখা যেতে পারে তৃতীয় ও চতুর্থ নম্বর স্থানে। তবে এই সিরিজ সহ এই ফরম্যাটে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মহম্মদ রিজওয়ানকে। এক বিবৃতির মাধ্যমে পিসিবি জানিয়েছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের জন্য নিজেদের পরবর্তী সহ-অধিনায়ক বেছে নিয়েছে। আসন্ন সিরিজে শাহিন শাহ আফ্রিদিকে সাহায্য করতে দেখা যাবে মহাম্মদ রিজওয়ানকে। তাঁকে দেওয়া হল এই দায়িত্ব।'