বাংলা নিউজ > ক্রিকেট > BAN vs IND Women's T20Is: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, সুযোগ পেলেন ১৫ বছরের হাবিবা

BAN vs IND Women's T20Is: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, সুযোগ পেলেন ১৫ বছরের হাবিবা

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষিত। ছবি- বিসিবি।

সিরিজের সব ম্যাচই খেলা হবে সিলেটে। ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম টি-২০।

শুভব্রত মুখার্জি :- চলতি মাসের শেষ দিকে নিজেদের ঘরের মাটিতে টি-২০ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এবার তাদের প্রতিপক্ষ ভারত। নিজেদের ঘরের মাঠে শেষ ওয়ান ডে এবং টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে দুরমুশ হতে হয়েছে বাংলাদেশ দলকে। এমন আবহে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টি-২০ ফর্ম্যাটে মুখোমুখি হবে দুই দল। মেয়েদের টি-২০'তে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে দুই দল। আর সেই উদ্দেশ্যেই মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ১৫ বছর বয়সী ডানহাতি পেসার হাবিবা ইসলাম পিঙ্কি।

হাবিবার জাতীয় দলে অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে। বাংলাদেশ দল তাদের শেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলিয়ে ছিল সুমাইয়া আখতারকে। তাকে এই সিরিজে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। বাদ পড়েছেন ব্যাটার ফারজানা হক। তাঁর জায়গায় জাতীয় দলে জায়গা করেছেন নিয়েছেন রুবাইয়া হায়দার। ঘটনাচক্রে তিনি গত বছর মালয়েশিয়ার বিপক্ষে এসিসি ইমার্জিং টিমস কাপে দলের ওপেনার হিসেবে খেলেছিলেন। এবার ফের তাকে দলে ফেরানো হল।

বিসিবির মহিলা ক্রিকেট বিভাগের নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, ‘দলে খুব একটা পরিবর্তন করা হয়নি। সিলেটে আমরা স্পোর্টিং উইকেটে খেলব। উইকেট পেস বোলারদের সহায়তা করবে বলেই আমার মনে হয়। আর এই কারণেই আমরা বাড়তি একজন পেসার নিয়েছি দলে। সুখবর হল ওপেনার রুবাইয়া হায়দার চোট কাটিয়ে দলে ফিরেছে। ও দলে জায়গা পেয়েছে লিজার (ফারজানা) জায়গায়।’

আরও পড়ুন:- KKR vs RR, IPL 2024: ইডেনে দোষ করেছে দল, বিরাট শাস্তি হল একা নাইট অধিনায়ক শ্রেয়সের, পার পেয়ে গেলেন বাকিরা, নিয়ম কী বলছে?

আসন্ন সিরিজের সবকটি ম্যাচ খেলা হবে সিলেটে। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ভারতের তরফেও দল ঘোষণা করা হয়েছে। সিরিজের সব ম্যাচই খেলা হবে সিলেটে। ২৮ এপ্রিল হবে প্রথম ম্যাচ। এরপর বাকি খেলাগুলো হবে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে এবং ৯ মে। প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিন রাতের ম্যাচ। গত বছরের জুলাইয়ে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় দল। তারা সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

আরও পড়ুন:- KKR-এর তৃতীয় ব্যাটার হিসেবে IPL-এ সেঞ্চুরি নারিনের, বাকি দু'জন কারা?

আরও পড়ুন:- IPL 2024 Points Table: হেরে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল KKR, প্লে-অফের পথে এক পা স্যামসনদের

আসুন একনজরে দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে নির্বাচিত বাংলাদেশ মহিলা ক্রিকেট দল:-

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোভানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার, হাবিবা ইসলাম।

দলের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সুমাইয়া আখতার এবং নিশিতা আখতারকে।

ক্রিকেট খবর

Latest News

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন? রটনা প্রসঙ্গে কী বললেন অনন্যা? মুখ্যমন্ত্রীকে বয়কট! পালটা রাজ্যপালের অপসারণ চেয়ে তোপ তৃণমূল সাংসদের 'কারণ খুঁজে পাইনি…' বক্স অফিসে ভরাডুবি নিয়ে মুখ খুললেন ‘ময়দান’-এর পরিচালক ভরদুপুরে রাজাবাজারের বহুতলে হানা দিলেন অমিত শাহের মন্ত্রকের আধিকারিকরা ‘‌এটা ম্যান মেড বন্যা’‌, পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী শাক–সবজির বাজারে আগুন দর, সেঞ্চুরির দোরগোড়ায় পেঁয়াজ, বানভাসী অবস্থা দায়ী স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী? স্পিন বিভাগ শক্তিশালী করে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষিত হল স্কোয়াড গ্রামের মেয়ে অলিম্পিকে মেডেল আনবে তীরন্দাজিতে, জলসায় আসছে ‘রাঙামতি তীরন্দাজ’ একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.