শুভব্রত মুখার্জি: ১৩ তম বিবিএল অর্থাৎ বিগ ব্যাশ লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রিসবেন হিট এবং সিডনি সিক্সার্স। ফাইনালে কার্যত একপেশে ম্যাচে জয় পেল ব্রিসবেন হিট। কার্যত কোন লড়াই গড়ে তুলতে পারল সিডনি সিক্সার্স। ম্যাচে ৫৪ রানের বড় ব্যবধানে হারতে হল তাদের। ব্রিসবেন হিটের এই জয়ের নায়ক তাদের পেসার স্পেন্সার জনসন। এদিন বল হাতে একটি দুরন্ত স্পেল করেন তিনি। আর তাঁর স্পেল ম্যাচে দুই দলের মধ্যে ফারাক গড়ে দিল। এই বোলিং স্পেলের জন্য ম্যাচ সেরাও হয়েছেন জনসন। রান তাড়া করতে নেমে জনসনের নিখুঁত লাইন এবং লেন্থ বোলিংয়ের সামনে খোলস থেকেই বেরনোর সুযোগ পাননি সিডনির ব্যাটাররা।
এদিন ম্যাচে ৪ ওভার বল করেছেন জনসন। তিনি দিয়েছেন মাত্র ২৬ রান।তুলে নিয়েছেন চারটি উইকেট। আর বিগ ব্যাশ ফাইনালের ইতিহাসে নজির গড়ে ফেলেছেন তিনি। ফাইনালের ইতিহাসে সেরা বোলিং স্পেল করেছেন তিনি। করেছেন ১১ টি ডট বল। ইকোনমি রেট মাত্র ৬.৫০ রান। এদিন জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জনসনের বোলিং দাপটে সমস্যায় পড়ে যায় সিডনি। সেখান থেকে কামব্যাক করতে পারেননি সিডনি ব্যাটাররা। ফলে মাত্র ১৭.৩ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক মোজেস হেনরিক্স। তিনি ২৫ রান করেন। এছাড়াও জস ফিলিপস করেছেন ২৩ রান। এছাড়াও জ্যাক এডওয়ার্ডস এবং শন অ্যাবট ১৬ রান করেছেন।
এদিন প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৬৬ রান করে ব্রিসবেন। দলের হমে সর্বোচ্চ রান করেছেন গত ম্যাচের অনবদ্য শতরানকারী জস ব্রাউন। তিনি এই ম্যাচে করেছেন ৫৩ রান । খেলেছেন ৩৮ বল। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ২২ বলে ৪০ রান করেছেন ম্যাথু রেনশ। এছাড়াও ৩২ বলে ৩৩ রান করেছেন ন্যাথান ম্যাকসুইনি। ১৯ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ম্যাক্স ব্রায়ান্ট। একটি চার এবং দুটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ইনিংসের শেষ দিকে তাঁর পাওয়ার হিটিংয়ে ভর করে ১৫০ রান পার করে ব্রিসবেন হিট।এদিন সিডনির হয়ে শন অ্যাবট বেশ ভালো বোলিং করেছেন। চার ওভার বল করে তিনি ৩২ রান দিয়ে তিনি নিয়েছেন চার উইকেট। যার জবাবে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় সিডনি। ফলে ৫৪ রানে ফাইনাল জিতে ১৩ তম বিগ ব্যাশ লিগের শিরোপা জেতে ব্রিসবেন হিট।