পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। ধরমশালায় ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই রোহিত শর্মাদের জন্য খুশির খবর দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় টেস্ট দলের জন্য একটি বড় ঘোষণা করেছেন তিনি। বিসিসিআই সচিব বলেছেন, এখন টেস্ট ক্রিকেট খেলা খেলোয়াড়রাও ম্যাচ ফি ছাড়াও আলাদা করে টাকা পাবেন। জয় শাহ কর্তৃক একটি ইনসেনটিভ স্কিম ঘোষণা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম।
আরও পড়ুন… IND vs ENG: ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার জয়ের সংখ্যা সমান হল হারের সঙ্গে
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন, সেই পোস্টের মাধ্যমেই এই স্কিমের ঘোষণা করেছেন তিনি। জয় শাহ নিজের পোস্টে লিখেছেন, ‘ভারতের পুরুষদের টেস্ট দলের খেলোয়াড়দের জন্য ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ চালু করার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত, যার লক্ষ্য আমাদের সম্মানিত ক্রীড়াবিদদের আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রদান করা।’ ২০২২-২৩ মরশুমে ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ টেস্ট ম্যাচের জন্য বিদ্যমান ম্যাচ ফি ১৫ লক্ষ টাকার উপরে অতিরিক্ত পুরষ্কার কাঠামো হিসাবে কাজ করবে।’
আরও পড়ুন… তিন নম্বরে নয়, ওর ওপেন করা উচিত- শুভমনের ব্যাটিং পজিশন নিয়ে একেবারেই খুশি নন তাঁর বাবা
জয় শহ বলেছেন যে টেস্ট ম্যাচ ফি ১৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। তবে যে খেলোয়াড়রা এক মরশুমে (প্লেয়িং ইলেভেনে) ৭৫ শতাংশের বেশি ম্যাচ খেলেছে তারা ম্যাচ প্রতি ৪৫ লক্ষ টাকা পাবে। যেখানে সদস্যরা দল প্রতি ম্যাচে পাবে ২২.৫ লক্ষ টাকা। একই সময়ে, যে খেলোয়াড় ৫০ শতাংশ অর্থাৎ মরশুমে প্রায় ৫ বা ৬টি ম্যাচ খেলেন তিনি প্রতি ম্যাচে ৩০ লক্ষ টাকা পাবেন। একইসঙ্গে প্লেয়িং ইলেভেনের বাইরে থাকা খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ১৫ লক্ষ টাকা পাবন। একই সঙ্গে, একজন খেলোয়াড় যদি ৫০ শতাংশের কম ম্যাচ খেলেন (মরশুমে ৯টি টেস্ট থাকে এবং তার মধ্যে ৪টি বা তার কম খেলা হয়) তবে তিনি কোনও ইনসেনটিভ পাবেন না। প্রতি ম্যাচে শুধুমাত্র ম্যাচ ফি হবে ১৫ লক্ষ টাকা।
আরও পড়ুন… নিজের শততম টেস্টে লজ্জার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন! দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা
এদিকে অনন্য নজির গড়েছে টিম ইন্ডিয়া। আসলে ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ জেতার ফলে নতুন ইতিহাস গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারত একটি নজির গড়েছে। টেস্ট ম্যাচের ইতিহাসে এখনও পর্যন্ত ১৭৮টি ম্যাচ জিতল ভারত। যদি জয় হারের দিকে তাকাই, তাহলে দেখা যাবে সমান সংখ্যক ম্যাচ অর্থাৎ ১৭৮টি টেস্ট ম্যাচেই এখনও পর্যন্ত হেরেছে টিম ইন্ডিয়া। অর্থাৎ যত সংখ্যক ম্যাচ জিতেছে, তত সংখ্যক টেস্ট ম্যাচই ভারত হেরেছে। যা টেস্টের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। এরপরেই বিসিসিআই সচিব জয় শাহ, রোহিত শর্মাদের জন্য বড় ঘোষণা করলেন।