আইপিএলের ম্যাচের দিন মাঠ থেকে পোস্ট করা যাবে না কোনও ছবি, ভিডিয়ো। আইপিএলের দলের মালিক, ক্রিকেটারদের কড়া নির্দেশ দিল বিসিসিআই। শুধু খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি মালিকরা নন সমস্ত ধারাভাষ্যকারদেরও একই নিয়মের আওতায় আনা হয়েছে। মূলত সম্প্রচারকারী সংস্থার আপত্তিতেই এই কড়া নিয়ম জারি করা হয়েছে। এবারের আইপিএলে এমন অনেক সময়ই দেখা যাচ্ছে মাঠের ভিতরের ছবি পোস্ট করছেন ভারাভাষ্যকার বা ক্রিকেটাররা। যা ইনস্টাগ্রাম বা ট্যুইটারে বেশ ভাইরাল হয়ে যাচ্ছে। আর এতেই ক্ষতির মুখ দেখতে পারে সম্প্রচারকারী সংস্থা। সেই জন্যই বিসিসিআইয়ের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে সকলকে।
আরও পড়ুন-IPL 2024- বাবার সঙ্গেই গা ঘামাচ্ছেন ওয়ার্নারের মেয়ে, আরেকজন ক্রিকেটার পাবে অজিরা?
ইতিমধ্যেই আইপিএলের ছবি এবং ভিডিয়ো পোস্ট করায় কয়েকজন ক্রিকেটারকেও চিহ্নিত করা হয়েছে। তাঁদেরকে সোশাল মিডিয়া থেকে সেই ছবি বা ভিডিয়ো সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এক প্রাক্তন ভারতীয় ব্যাটার ম্যাচ চলাকালীন ছবি পোস্ট করেছিলেন। যদিও এরপর বিসিসিআইয়ের তরফে তাঁকে সেই ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ করা হয়। তিনি তা সরিয়েও দেন।
আরও পড়ুন-IPL 2024-ব্যাজবল নয়, জয়সবল পছন্দ, বলছেন ইংল্যান্ডের অধিনায়কই
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘সম্প্রচারকারী সংস্থা অনেক অর্থ ব্যয় করে আইপিএলের সম্প্রচার সত্ব নিয়েছে। তাই কোনও ধারাভাষ্যকার, ভিডিয়ো বা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবে না। এমন দেখা যাচ্ছে যেখানে এক ধারাভাষ্যকার কোনও ইনস্টাগ্রাম রিল বা ছবি পোস্ট করেছে মাঠ থেকে। যেটা এক মিলিয়নের ওপর ভিউ হয়েছে। কোনও আইপিএল দলও ম্যাচের দিন খেলার লাইভ ভিডিয়ো পোস্ট করতে পারে না। ছবি দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া আছে। খেলার লাইভ আপডেট তাঁরা দিতে পারে সোশাল মিডিয়ায়। তবে নিয়মভঙ্গ করলে জরিমানার মুখে পড়তে হবে সেই ফ্র্যাঞ্চাইজিকে’।
আরও পড়ুন-IPL 2024-IPL ট্রফির থেকেও RCB আমার কাছে আগে,কেন বলেছিলেন কোহলি?
বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয়, ‘ক্রিকেটারদেরও সতর্ক করা হয়েছে। তাঁদের পোস্টের ওপর নজর রাখা হচ্ছে, যাতে ম্যাচ ডে-তে কোনও ছবি বা ভিডিও পোস্ট না করে। নিয়ম জানার পরেও অনেকে তা মানছেন না, সেটাও নজরে এসেছে’।
জানা যাচ্ছে একটি আইপিএলের দলকে ইতিমধ্যেই নিয়মলঙ্ঘন করার জন্য ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রচারকারী সংস্থার কাছে খেলা চলাকালীন মাঠের ভিতরের সত্ব দেওয়া রয়েছে, অর্থাৎ সেই সময় মাঠে যা হবে তা দেখানোর একমাত্র অধিকার সম্প্রচারকারী সংস্থারই আছে। সেই কারণে সমস্ত আইপিএল দল, ক্রিকেটার, ধারাভাষ্যকারদের পোস্টে নজর রাখার জন্য একটি বিশেষ দলও তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।