বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-IPL ট্রফির থেকেও RCB আমার কাছে আগে,কেন বলেছিলেন কোহলি?

IPL 2024-IPL ট্রফির থেকেও RCB আমার কাছে আগে,কেন বলেছিলেন কোহলি?

অন্য মেজাজে বিরাট কোহলি। ছবি- পিটিআই (PTI)

এত বছরে কোনও দল থেকে প্রস্তাব আসেনি? ঠিক কোন কারণে তিনি থেকে গেছেন বেঙ্গালুরুতে? সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, সকলের নামের পাশে বিশ্বকাপ জয়ের সঙ্গে জ্বজ্বল করছে আইপিএল ট্রফি জয়ের তকমা। তিনিও তো পারতেন অন্যত্র যেতে। কেন গেলেন না? সম্প্রতি এই বিষয় মুখ খুলেছেন বিরাট কোহলি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর বিরাট কোহলি অনেকটা সমার্থক শব্দ। যেমন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সচিন তেন্ডুলকর জড়িয়ে আছেন। তেমনই বেঙ্গালুরুর সঙ্গে নিজেকে লেপ্টে রেখেছেন কোহলি সেই ২০০৮ সাল থেকে। দেশের এই মূহূর্তের সেরা ব্যাটার যে তিনি। সেটা একান্তই গত বিশ্বকাপের পারফরমেন্সের নিরিখে বলা যায়। যখনই দল বেকায়দায়, তখনই চেনা ঢংয়ে কোমরে রুমাল গুঁজে নেমে পড়েছেন ব্যাট হাতে। সেটা দেশের চেনা নীল বা সাদা জার্সি হোক, অথবা আরসিবির লাল জার্সি। এত বছরে কোনও দল থেকে প্রস্তাব আসেনি? ঠিক কোন কারণে তিনি থেকে গেছেন বেঙ্গালুরুতে, দলের এত ব্যর্থতার পরও? সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, সকলের নামের পাশে বিশ্বকাপ জয়ের সঙ্গে জ্বলজ্বল করছে আইপিএল ট্রফি জয়ের তকমা। তিনিও তো পারতেন অন্যত্র যেতে। কেন গেলেন না? সম্প্রতি এইসব বিষয় নিয়েই একটি পডকাস্টে মুখ খুলেছেন বিরাট কোহলি।

 

সেই পডকাস্টে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় আইপিএলে একই দলে তাঁর বছরের পর বছর থাকা নিয়ে। বিরাট উত্তরে জানান, বহু দলের তরফ থেকেই তাঁর কাছে একাধিকবার প্রস্তাব এসেছে অন্য দলে যোগদানের কিন্তু আরসিবি তাঁকে যতটা ভালোবাসে তিনিও আরসিবিকে ততটাই ভালোবাসেন। সেই কারণেই এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যেতে পারেননি। আরও পড়ুন-IPL 2024- চন্দ্রকান্তকে নিয়ে সোচ্চার প্রাক্তন শিষ্যরা, সতর্ক প্রতিক্রিয়া গম্ভীরের

বিরাট মুখে শোনা যায়,' সত্যি কথা বলতে আমারও মনে হয়েছে অন্য দল কত সাফল্য পায়। আমায় অন্য় দল থেকে প্রস্তাবও দেওয়া হয়েছিল নিলামে ওঠার জন্য যেনতেন প্রকারেণ। কিন্তু এরপর আমি ভেবে দেখি, দিনের শেষে মানুষ একটা নির্দিষ্ট দিন পর্যন্ত বেঁচে থাকে। তারপর মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব মিলিয়ে যায়। সেখানে কেউ এসে বলে না ‘ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন’ বা ‘আইপিএল চ্যাম্পিয়ন’। যদি তুমি ভালো মানুষ হও সকলে ভালোবাসবে, খারাপ মানুষ হলে সকলে এড়িয়ে চলবে। আমার কাছে আরসিবির প্রতি আমার ভালোবাসা এবং বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। কেউ এসে বলবে আমায় আইপিএল জিতেছ, সেটা গুরুত্বপূর্ণ নয়। কারণ সেই ভালো লাগা পাঁচ মিনিট থাকতে পারে। কিন্তু পরের মূহূর্তে অন্য কোনও কারণে জীবন দুর্বিসহ হয়ে উঠতে পারে। তাই এটা আমার কাছে জীবনে একটা অংশ মাত্র, জীবনের শেষ নয়। আর এটাই আমার জীবনের দর্শন, আমি এভাবেই চলি'।

আরও পড়ুন-IPL 2024-ওয়াংখেড়েতে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে ঘিরে আবেগের বিচ্ছুরণ মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের

স্ত্রী অনুষ্কা ছাড়া তৃতীয় ব্যক্তি তাঁকে নিয়ে কি আলোচনা করছে, সেটা নিয়ে মোটেই ভাবিত নন তিনি, স্পষ্টতই জানাচ্ছেন বিরাট। কেরিয়ারের শুরুতে তাঁকে আরসিবি কতটা সাহায্য করেছে সেটা বলতে গিয়ে কোহলি বলেন,' প্রথম তিন বছর আমায় অনেক সুযোগ দিয়েছে আমার দল। অনেকের কাছে সুযোগ থাকলেও তাঁরা আমার পাশে দাঁড়ায়নি। আমার ওপর ভরসা করতে পারেনি। ২০১৮ সালের ইংল্যান্ড সিরিজের আগে পর্যন্ত এগুলো মাথায় চলত,যে আমি সব জায়গায় ভালো খেলছিলাম ইংল্যান্ড বাদে। কিন্তু এরপর বুঝতে পারি, জীবনে কিছু তো পাওয়া না পাওয়া থাকবেই। সেগুলোকে এত গুরুত্ব দিলে হবে না। আর সত্যি কথা বলতে অনুষ্কা ছাড়া আর কোনও তৃতীয় ব্যক্তির পরামর্শ বা বক্তব্য আমার কাছে গুরুত্ব রাখে না। আমরা দুজন চেষ্টা করি সব সময় নিজেদের মধ্যে সঠিক আলোচনা করতে'।

আরও পড়ুন-IPL 2024: পাখির মতো শরীর ছুঁড়ে দুরন্ত ক্যাচ রমনদীপের, ইডেনে অনবদ্য ফিল্ডিং নাইটদের- ভিডিয়ো

বিরাটের বক্তব্যের কারণ খঁজে বের করলে দেখা যাবে সত্যি তিন বছর সময় লেগেছিল আইপিএলে তাঁর পারফরমেন্স গ্রাফ উর্ধ্বমুখী হতে।

২০০৮ সালে ১৩ ম্যাচে বিরাট করেছিলেন ১৬৫ রান

২০০৯ সালে ১৬ ম্যাচে বিরাট করেছিলেন ২৪৬ রান

২০১০ সালে ১৬ ম্যাচে বিরাট করেন ৩০৭ রান

এরপর এতগুলো বছরে আর কখনও এক আইপিএলে ৩০০ রানের কম করেননি বিরাট কোহলি। চলতি আইপিএলেও ৩০০ রানের গণ্ডি ইতিমধ্যে টপকে ফেলেছেন কোহলি।

ক্রিকেট খবর

Latest News

মঙ্গলের কৃপা বর্ষণে কন্যা সহ বহু রাশির ভালো সময় শুরু এপ্রিলের শুরুতেই খাওয়া যায় ভাত-রুটির সঙ্গে! হিমালয়ের কোলের 'জাম্বু' আসলে কী? ভেষজ গুণও কম নয় ‘ওদের পুঁটিমাছ কাটতে দিলে পারবে?’প্রবীণদের প্রশ্নের উত্তর আসার আগেই রচনা বলেন… লন্ডনে হাইকমিশনে নিজের কবিতার বই-আঁকা গিফ্ট মমতার, বললেন… এই প্রথম '২০০ টপকে' হারল LSG, সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড DC-র তোতার ভিড়েই লুকিয়ে আছে টকটকে গোলাপখাস! খুঁজে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড দিল্লিকে জিতিয়ে সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের, আঙুল তুলে কাকে বার্তা দিতে চাইলেন? শ্রদ্ধার স্কুলের ছবি ভাইরাল, বয়স ধরতে গিয়ে হোঁচট খেলেন জাপানি কনটেন্ট ক্রিয়েটর গুজব ছড়ানো হচ্ছে, উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া নয়: বাংলাদেশের সেনাপ্রধান বড্ড দামি! বাজার থেকে না কিনে ছাদেই এভাবে চাষ করুন ড্রাগন ফল, ফলন হবে দ্রুত

IPL 2025 News in Bangla

এই প্রথম '২০০ টপকে' হারল LSG, সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড DC-র দিল্লিকে জিতিয়ে সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের, আঙুল তুলে কাকে বার্তা দিতে চাইলেন? রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট তালিকার সেরা ৪-এ দিল্লি, শীর্ষে রয়েছে কারা? KKR কত নম্বরে? গোয়েঙ্কা ওয়েট করছেন! পন্তের ভুলে LSG হারতেই মিমের বন্যা, নেটপাড়া বলল ‘সামলে….’ IPL- ‘আমি জানতাম ম্যাচ জিতিয়ে দেব’, বিধ্বংসী ব্যাটিংয়ে LSGকে উড়িয়ে বললেন আশুতোষ বড় নামেদের ব্যর্থতার ভিড়ে, অঙ্ক কষে লড়াই আশুতোষের, একা ম্যাচ জেতালেন দিল্লিকে কেউ নেয়নি, বদলি হয়েই প্রথম ওভারে ২ উইকেট শার্দুলের, LSG-র ২ অনামী স্পিনার কারা? পুরান-মার্শ ঝড়ের পর দিল্লিকে খেলায় ফেরালেন স্টার্ক, কুলদীপ! DCর টার্গেট ২১০ ল্যাটা মাছ ধরছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হল DC-কে Video - MIর বিরুদ্ধে IPL 2025এ ম্যাচ ফিনিশ রাচিনের! দাঁড়িয়ে হাত কামড়ালেন ধোনি?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.