বাংলা নিউজ > ক্রিকেট > বিরল ঘটনা আন্তর্জাতিক T20-তে, আম্পায়ারের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে দল তুলে নিল কম্বোডিয়া, খেলল না পরের ম্য়াচও

বিরল ঘটনা আন্তর্জাতিক T20-তে, আম্পায়ারের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে দল তুলে নিল কম্বোডিয়া, খেলল না পরের ম্য়াচও

কম্বোডিয়া বোর্ড একাদশ। - ফাইল ছবি।

শুধু ষষ্ঠ ম্যাচই নয়, বরং ৭ ম্যাচের টি-২০ সিরিজেও জয়ী ঘোষণা করা হয় আয়োজক ইন্দোনেশিয়াকে।

বিশ্বকাপ মিটতেই ক্রিকেটপ্রেমীদের নজর এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের দ্বিপাক্ষিক সিরিজে। তবে বিশ্বকাপের রেশ কাটার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব, যা সচরাচর ক্লাব স্তরে দেখা যায়। আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে কোনও দেশের জাতীয় দল মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে নিতান্ত বেমানান।

অথচ ঠিক তেমনটাই ঘটে ইন্দোনেশিয়া বনাম কম্বোডিয়া সিরিজে। ৭ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলতে ইন্দোনেশিয়ায় উড়ে যায় কম্বোডিয়া। সিরিজের প্রথম ৫টি ম্যাচ নির্বিঘ্নে খেলা হয়। ষষ্ঠ ম্যাচও চলছিল স্বাভাবিক ছন্দে। বিপত্তি দেখা দেয় প্রথম ইনিংসের ১২তম ওভারে।

বালির উদায়ানা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের ষষ্ঠ টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কম্বোডিয়া। তারা ইনিংসের ১১.৩ ওভারে চার নম্বরে ব্যাট করতে নামা লুকমান বাটের উইকেট হারায়। তবে ধনেশ শেট্টির বলে উইকেটকিপার ধর্মা কেসুমার ধরা ক্যাচ নিয়ে অসন্তুষ্ট দেখায় কম্বোডিয়াকে।

তারা এতটাই ক্ষুব্ধ ছিল যে, ৩ উইকেটে দলগত ৭৭ রানের মাথায় মাঠ ছেড়ে উঠে যায়। আর ব্যাট করতে নামেনি কম্বোডিয়া। শেষমেশ ম্যাচটিতে জয়ী ঘোষিত হয় আয়েজক দেশ ইন্দোনেশিয়া। শুধু সেই ম্যাচেই নয়, বরং সিরিজের সপ্তম তথা শেষ ম্যাচেও মাঠে নামেনি কম্বোডিয়া। ইন্দোনেশিয়াকে ৭ ম্যাচের টি-২০ সিরিজে ৪-২ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন:- India A Squad: ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের ভারতীয়-এ দলে সুযোগ পেলেন না বাংলার কোনও ক্রিকেটার

উল্লেখ্য, সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ইন্দোনেশিয়া ৭ উইকেটে হারিয়ে দেয় কম্বোডিয়াকে। দ্বিতীয় ম্যাচেও ইন্দোনেশিয়া জয় তুলে নেয় ৮ উইকেটে। কম্বোডিয়া ৮ উইকেটে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করে। চতুর্থ ম্যাচ ১০৪ রানে জিতে সিরিজে ফের ৩-১ ব্যবধান বাড়িয়ে নেয় ইন্দোনেশিয়া। পঞ্চম ম্যাচ কম্বোডিয়া জেতে ৭ উইকেটে। সুতরাং, সিরিজ ৩-২ ব্যবধানে দাঁড়িয়ে যায়। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ষষ্ঠ ম্যাচে মাঠে নামে কম্বোডিয়া। যদিও তারা ম্যাচের মাঝেই মাঠ ছাড়ায় জয়ী ঘোষিত হয় ইন্দোনেশিয়া।

আরও পড়ুন:- World Cup 2023: রোহিত-কোহলি থেকে শাকিব আল হাসান, এই ১০ তারকার এটাই সম্ভবত শেষ ODI বিশ্বকাপ

উল্লেখযোগ্য বিষয় হল, লুকমান বাট শুধু কম্বোডিয়ারই নন, বরং টি-২০ সিরিজের সেরা ব্যাটার হিসেবে নিজেকে তুলে ধরেন। তিনি ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ১টি অর্ধশতরান-সহ সাকুল্যে ১৬৬ রান সংগ্রহ করেন। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন তিনিই। দলের সেরা ব্যাটরের আউট নিয়ে সংশয় থাকায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেয় কম্বোডিয়া।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

সম্পর্কে থাকতেও তৃতীয় ব্যক্তি ‘ফ্লার্ট’ করছে অহরহ? কী হতে পারে এতে IPL- RCBতে একসঙ্গে রোহিত-বিরাট? অশ্বিন বললেন,২০ কোটি টাকা লাগবে হিটম্যানকে পেতে… পাকিস্তানে পা রেখেই শেহবাজের নিমন্ত্রণে নৈশভোজে যেতে পারেন জয়শংকর: রিপোর্ট 'CC1'-কে গ্রেফতার করেছে দিল্লি, পান্নুন হত্যা ছকে ভারতের তদন্তে সন্তুষ্ট আমেরিকা আসছে শারদ পূর্ণিমার শুভ সংযোগ, জেনে নিন এইদিন কী করবেন আর কীসে থাকবেন সতর্ক ‘হিন্দুত্ব পপ বন্ধ কর’, মুম্বই মেট্রোতে রামনাম ভক্তদের, দেখেই ক্ষুব্ধ পূজা ভাট কানপুরের পর বেঙ্গালুরুতেও বিরাটদের সঙ্গী বৃষ্টি! বাতিল অনুশীলন... বুকের বাঁদিকে রতন টাটার উল্কি এঁকে শ্রদ্ধাজ্ঞাপন যুবকের, আবেগ ভাসল নেট দুনিয়া আবার ‘ফেলুদা’! সঙ্গে ‘ডাকিনী’ মিমি, নতুন ‘একেনবাবু’ সিরিজ! বাংলা ওয়েবে কী কী চমক সেকেন্দ্রাবাদে মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর, অভিযুক্তকে পেটাল উত্তেজিত স্থানীয়রা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.